skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollবিশ্বভারতী-জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে মহাসাড়ম্বরে পালিত রবীন্দ্রজয়ন্তী
Rabindranath Tagore Birth Anniversary

বিশ্বভারতী-জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে মহাসাড়ম্বরে পালিত রবীন্দ্রজয়ন্তী

নাচ, গান, কবিতায় মুখরিত প্রাঙ্গন

Follow Us :

কলকাতা: ‘চির-নূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ …’

আজ ২৫ শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন (Rabindranath Tagore Birth Anniversary) ৷ শান্তিনিকেতনের (Santiniketan) উপাসনা গৃহে বিশেষ উপাসনার মধ্যদিয়ে রবীন্দ্রনাথের জন্মদিন পালন। সকাল থেকেই নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রিয় কবি রবীন্দ্রনাথের জন্মদিন পালন করছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনের পাশাপাশি রবীন্দ্রজয়ন্তী মহাসাড়ম্বরে পালিত হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে (Jorasanko Thakurbari)। সকাল থেকেই কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে নাচ, গান, কবিতায় মুখরিত প্রাঙ্গন। সঙ্গে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা। কচি কাচা থেকে, বয়স্ক সমস্ত মানুষদের ভিড়ে পরিপূর্ণ প্রাঙ্গন।

আরও পড়ুন: আগামী বছর একাদশের বার্ষিক পরীক্ষার দায়িত্ব স্কুলের, ঘোষণা সংসদের

বৈতালিক, ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্বভারতীতে (Visva Bharati)৷ দিনভর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে গুরুদেবের জন্মদিন ৷ বোলপুর-শান্তিনিকেতন হল গুরুদেবের কর্মভূমি। মন্দিরে উপস্থিত আচার্য হিসেবে ভাষণে অধ্যাপক অমিত হাজরা। বিশ্বভারতী পড়ুয়া, আশ্রমিক, কর্মী সকলেই। সকাল থেকেই নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রিয় কবি রবীন্দ্রনাথের জন্মদিন পালন করছে শান্তিনিকেতন। ২৫ শে বৈশাখ শান্তিনিকেতনের উপাসনা গৃহে বিশেষ উপাসনার মধ্যদিয়ে রবীন্দ্রনাথের জন্মদিন পালন।

দেখুন খবর

RELATED ARTICLES

Most Popular