কলকাতা: আগামী বছর একাদশের বার্ষিক পরীক্ষার (Annual Examination Class XI) দায়িত্ব স্কুলগুলির উপর, জানাল সংসদ। আজ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সভাপতি বলেন, ২০২৩-২৪ একাদশের বার্ষিক পরীক্ষার দায়িত্ব থাকবে স্কুলগুলির উপর। পরীক্ষার রুটিন ও প্রশ্নপত্র তৈরি সব দায়িত্বই থাকবে স্কুলের উপর। দ্বাদশের পরীক্ষাই শুধু নেবে সংসদ। জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
আগামী বছর একাদশের পরীক্ষা নিয়ে বিশদ জানান, একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে একাদশ শ্রেণির পরীক্ষার জন্য। তার মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। অন্যান্য স্টেট বোর্ড এবং ন্যাশনাল বোর্ডের যেভাবে একাদশের পরীক্ষা নেয়, সেই অনুযায়ী একাদশের বার্ষিক পরীক্ষার দায়িত্ব থাকবে স্কুলগুলির উপর। ফল প্রকাশের পর এদিন আগামী বছরের উচ্চ মাধ্যমিকের দিনক্ষণও জানান তিনি। আগামী বছর ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ১৮ মার্চ শেষ হবে পরীক্ষা।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম কারা?
এ বছর প্রথম হয়েছেন অভীক দাস, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬, দ্বিতীয় সৌম্যদীপ সাহা (৪৯৫) ,তৃতীয় হয়েছেন অভিষেক গুপ্ত, চতুর্থ প্রতিচি রায় তালুকদার ও স্নেহা ঘোষ (৪৯৩)। পঞ্চন সৌনক দাস (৪৯২), ষষ্ঠ স্থানে নিলয় চট্টোপাধ্য়ায় (৪৯১),সপ্তম স্থানে রয়েছেন অর্ঘদীপ দত্ত ও অর্ক সাহা ( ৪৮৯)। এ বছর উচ্চমাধ্যমিকে পাশের হারে এগিয়ে ছেলেরা। ছেলেদের পাশের হার ৯২.৩২ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৮.১৮ শতাংশ। এ বছর পাশের হার ৯০ শতাংশ। মেয়েদের মধ্যে উচ্চমাধ্যমিকে (Higher Secondary) যুগ্মভাবে প্রথম হয়েছেন প্রতীচী তালুকদার (Pratichi Talukder) এবং স্নেহা ঘোষ (Sneha Ghosh)। সব মিলিয়ে চতুর্থ স্থানে। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩। প্রতিচি কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী। স্নেহা চন্দননগরের কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের পড়ুয়া। পাশের হারে পূর্ব মেদিনীপুর প্রথমে, দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা ও তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। মোট পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। এ বছর প্রথম দশজনে রয়েছেন ৫৮ জন পড়ুয়া। সবথেকে বেশি পড়ুয়া হুগলি থেকে। দুপুর ৩টে থেকে বিভিন্ন ওয়েবসাইটে ও অ্যাপ থেকে অনলাইনে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
অন্য খবর দেখুন