skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollআগামী বছর কবে থেকে শুরু উচ্চ মাধ্যমিক, জানুন বিস্তারিত
WB HS Exam Routine 2025

আগামী বছর কবে থেকে শুরু উচ্চ মাধ্যমিক, জানুন বিস্তারিত

Follow Us :

কলকাতা: সদ্য প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। সেইসঙ্গে আগামী বছর কবে থেকে শুরু হচ্ছে পরীক্ষা তাও জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৮ মার্চ পর্যন্ত। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে এ বছরের ফল প্রকাশ করেন।

এ বছর পাশের হার ৯০ শতাংশ। পূর্ব মেদিনীপুর পাশের হারে প্রথমে, দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা ও তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। চলতি বছরে মোট পরীক্ষার্থী ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন উত্তীর্ণ হয়েছেন। এ বছর প্রথম ১০ জনে রয়েছেন ৫৮ জন পড়ুয়া। যার মধ্যে ছাত্র রয়েছেন ৩৫ জন, ছাত্রী ২৩ জন। সবথেকে বেশি পড়ুয়া হুগলি থেকে। এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন অভীক দাস, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। দ্বিতীয় সৌম্যদীপ সাহা (৪৯৫) ও তৃতীয় হয়েছেন অভিষেক গুপ্ত।

আরও পড়ুন: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল

RELATED ARTICLES

Most Popular