কলকাতা: সদ্য প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। সেইসঙ্গে আগামী বছর কবে থেকে শুরু হচ্ছে পরীক্ষা তাও জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৮ মার্চ পর্যন্ত। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে এ বছরের ফল প্রকাশ করেন।
এ বছর পাশের হার ৯০ শতাংশ। পূর্ব মেদিনীপুর পাশের হারে প্রথমে, দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা ও তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। চলতি বছরে মোট পরীক্ষার্থী ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন উত্তীর্ণ হয়েছেন। এ বছর প্রথম ১০ জনে রয়েছেন ৫৮ জন পড়ুয়া। যার মধ্যে ছাত্র রয়েছেন ৩৫ জন, ছাত্রী ২৩ জন। সবথেকে বেশি পড়ুয়া হুগলি থেকে। এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন অভীক দাস, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। দ্বিতীয় সৌম্যদীপ সাহা (৪৯৫) ও তৃতীয় হয়েছেন অভিষেক গুপ্ত।
আরও পড়ুন: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল