skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeBig newsপ্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল
WB Exam Result 2024

প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল

Follow Us :

কলকাতা: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। বুধবার আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

  • চলতি বছরে গত ১৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক, শেষ হয় ২৯ ফেব্রুয়ারি
  • এ বছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৫৫ হাজার
  • মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১টি
  • সংসদের ৫৫টি বিতরণ কেন্দ্রে আগামী ১০ মে পড়ুয়ারা মার্কশিট স্কুল থেকে সংগ্রহ করতে পারবে
  • এ বছর পাশের হার ৯০ শতাংশ
  • পূর্ব মেদিনীপুর পাশের হারে প্রথমে, দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা ও তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর
  • মোট পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন
  • এ বছর প্রথম দশজনে রয়েছেন ৫৮ জন পড়ুয়া। যার মধ্যে ছাত্র রয়েছেন ৩৫ জন, ছাত্রী ২৩ জন। সবথেকে বেশি পড়ুয়া হুগলি থেকে।
  • এ বছর প্রথম হয়েছেন অভীক দাস, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬
  • দ্বিতীয় সৌম্যদীপ সাহা (৪৯৫)
  • তৃতীয় হয়েছেন অভিষেক গুপ্ত
  • চতুর্থ প্রতীচী রায় তালুকদার ও স্নেহা ঘোষ (৪৯৩)
  • পঞ্চন সৌনক দাস (৪৯২)
  • ষষ্ঠ স্থানে নিলয় চট্টোপাধ্য়ায় (৪৯১)
  • সপ্তম স্থানে রয়েছেন অর্ঘদীপ দত্ত ও অর্ক সাহা ( ৪৮৯)
  • এ বছর উচ্চমাধ্যমিকে ১,৮৭,৯২৪ জন সংখ্যালঘু পরীক্ষার্থী ছিলেন। পাশের হার ৮৬.৯০
  • এ বছর উচ্চ মাধ্যমিকে পাশের হারে এগিয়ে ছেলেরা। ছেলেদের পাশের হার ৯২.৩২ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৮.১৮ শতাংশ।
RELATED ARTICLES

Most Popular