skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollচ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আজ রিয়াল-বায়ার্ন মহাযুদ্ধ
UEFA Champions League

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আজ রিয়াল-বায়ার্ন মহাযুদ্ধ

আজও হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় সবাই

Follow Us :

মাদ্রিদ: বায়ার্ন মিউনিখের (Bayern Munich) মাঠে ২-২ ড্র করে এসেছিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। আগেকার অ্যাওয়ে গোলের নিয়ম থাকলে অনেকটাই এগিয়ে থাকত তারা। কিন্তু আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) সেমিফাইনালের দ্বিতীয় লেগে কার্যত শূন্য থেকে শুরু করতে হবে কার্লো আন্সেলোত্তির (Carlo Ancelotti) দলকে। যদিও দর্শক সমর্থনের জন্য তারা সামান্য এগিয়ে। সান্তিয়াগো বার্নাবেউয়ের প্রায় ৮১ দর্শক জুড বেলিংহ্যাম (Jude Bellingham), ভিনিসিয়াস জুনিয়রদের (Vinicius Jr) জন্য গলা ফাটাবে।

রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল, ছ’বার জিতেছে বায়ার্ন। মুখোমুখি পরিসংখ্যানে কিন্তু দুই দল প্রায় সমান সমান। বায়ার্নকে ১২ বার হারিয়েছে রিয়াল, আর বায়ার্ন জিতেছে ১১ বার। ড্র হয়েছে চারটি ম্যাচে। দুই দলের মুখোমুখি সাক্ষাতে স্পেনের ক্লাব করেছে ৪৩ গোল এবং জার্মানির ক্লাব ৪১টি গোল। আজও হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় সবাই।

আরও পড়ুন: এমবাপেদের ছিটকে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ডর্টমুন্ড

 

আলিয়াঞ্জ এরিনায় রিয়ালের হয়ে জোড়া গোল করেছিলেন ভিনিসিয়াস। তাঁকে সামলানোই বায়ার্ন রক্ষণের কাছে বড় চ্যালেঞ্জ। বায়ার্ন কোচ টমাস টুখেল (Tomas Tuchel) বলেছেন, রক্ষণকে আরও জমাট হতে হবে। আজ জিতলে টুখেল প্রথম ম্যানেজার হিসেবে তিনটি আলাদা ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে যাবেন। ২০১৯-২০ এবং ২০২০-২২ সালে যথাক্রমে পিএসজি এবং চেলসিকে ফাইনালে তুলেছিলেন তিনি। চেলসিকে নিয়ে ট্রফিও জিতেছিলেন।

বায়ার্নের স্ট্রাইকার হ্যারি কেনের (Harry Kane) সামনেও মাইলস্টোন ছোঁয়ার হাতছানি। আজকের ম্যাচে একটা গোল করতে পারলেই ইংলিশ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা ওয়েন রুনিকে (Wayne Rooney) স্পর্শ করবেন। নজর থাকবে আর এক ইংলিশ ফুটবলার বেলিংহ্যামের উপরেও। প্রথম লেগে সম্পূর্ণ সুস্থ ছিলেন না, ফর্মেও ছিলেন না। পুরো ৯০ মিনিট খেলেননি। বিশ্রাম পেয়ে এবার কিন্তু তিনি চাঙ্গা।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular