ইসলামাবাদ: পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) স্ত্রী বুশরা বিবিকে (Bushra Bibi) অ্যাসিড মেশানো কিছু খাওয়ানো হয়েছে বলে অভিযোগ উঠল। পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টি বৃহস্পতিবার বুশরা বিবির স্বাস্থ্যের অবনতির বিষয়ে একটি রিপোর্টে উদ্বেগ প্রকাশ করেছে। তাঁর জরুরি চিকিৎসার দরকার বলে জানিয়েছে। বুশরা বিবি বর্তমানে ইসলামাবাদে বানিগালা বাসভবনে বন্দি রয়েছেন। তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত ও সাজা হওয়ার পর তাঁর জন্য সেটিকে সাব-জেল ঘোষণা করা হয়।
বুশরা বিবির মুখপাত্র এবং পিটিআই আইনজীবী মাশাল ইউসুফজাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করেছেন যে প্রাক্তন ফার্স্ট লেডি তাঁর পরিবার, ইমরানের বোন এবং পিটিআই আইনি দলের সঙ্গে দেখা করেছেন। বুশরা বিবি আজ একটি ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছেন যে তাকে খাবারে অ্যাসিড জাতীয় কিছু দেওয়া হয়েছে। যা তাকে গত পাঁচ দিন ধরে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে।তিনি বলেন, মনে হচ্ছে তার পেটে আগুন লেগেছে, এবং তাঁর মুখে এবং গলায় ঘা রয়েছে। চা বা জলে ডোবানো শুকনো টোস্ট ছাড়া অন্য কিছু খাওয়া তার পক্ষে কঠিন হয়ে গিয়েছে।
এক্স-এর একটি অন্য পোস্টে পিটিআই-এর অফিসিয়াল হ্যান্ডেলে জানানো হয়েছে যে ফ্যাসিবাদী শাসন এতটাই নীচে নেমে গিয়েছে যে এটি ইমরানের স্ত্রীকে দুষ্টভাবে আক্রমণ করছে। দলটি উচ্চ আদালতকেও এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: নাবালিকা ছাত্রীকে খুন, ধর্ষণের অভিযোগে দ্বিতীয়বার ময়নাতদন্ত
এদিকে পিটিআই সোশ্যাল মিডিয়ার প্রধান জিবরান ইলিয়াস বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক যে বুশরা বিবিকে এমন কিছু খাওয়ানো হয়েছিল যা তাঁর স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। সম্পূর্ণ মেডিকেল চেকআপের দাবি করা হয়েছে।
আরও খবর দেখুন