পানিহাটি: নাবালিকা ভিন রাজ্যে পাচারের (Trafficking of Minors) অভিযোগ। পাচারকারীদের হাতেনাতে ধরল এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ঘোলায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বাসিন্দাদের। ঘটনায় গ্রেফতার ৬। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়।
পানিহাটি পুরসভার (Panihati Municipality) ২৯ নম্বর ওয়ার্ড ঘোলা মুসলমানপাড়া এলাকায় বেশ কিছুদিন ধরে গরীব ঘরের নাবালিকাদের টাকার লোভ দেখিয়ে নিয়ে গিয়ে ভিন রাজ্যে পাচার করে দেওয়া হচ্ছিল। এলাকাবাসীরা নিখোঁজ ভেবে ঘোলা থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু পাচার হওয়া দুজন নাবালিকা লুকিয়ে সেখান থেকে বেরিয়ে বাড়ির লোকেদের ফোন করে। তারপর এলাকার মানুষজন পাটনা থেকে দুই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে।উদ্ধার হওয়া নাবালিকারা এলাকাবাসীকে জানায় যে তাদের এলাকারই কিছু মানুষ ওই পাচার চক্রের সঙ্গে জড়িত।তারপর স্থানীয় বাসিন্দারা ছয় জন পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে। ঘটনাস্থলে আসে ঘোলা থানার বিশা পুলিশ বাহিনী গেলে তাদের ঘিরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল থেকে ৬ জন পাচারকারীকে গ্রেফতার করে ঘোলা থানার পুলিশ।
আরও পড়ুন: আচমকাই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারিত, ক্ষুব্ধ নবান্ন
অন্য খবর দেখুন