Placeholder canvas

Placeholder canvas
Homeদেশভরা গ্রীষ্মে নির্বাচন, একাধিক পদক্ষেপ কমিশনের
Lok Sabha Elections 2024

ভরা গ্রীষ্মে নির্বাচন, একাধিক পদক্ষেপ কমিশনের

ভোটগ্রহণের দিনে ভোটারদের প্রয়োজনীয় ব্যবস্থা রাখার নির্দেশ দিল কমিশন

Follow Us :

কলকাতা: এপ্রিল, মে, জুন- তিন মাস ব্যাপী নির্বাচনের (Lok Sabha Elections 2024) সময়কাল ভরা গ্রীষ্মে। ভোটগ্রহণের দিনগুলিতে অতিরিক্ত গরমে ভোটারদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ১৯ এপ্রিল থেকে দেশে শুরু হচ্ছে লোকসভা ভোট। চলবে ১ জুন পর্যন্ত। সাত দফায় হবে নির্বাচন। ৪ জুন ফল ঘোষণা। এই সময়কালে কেউ যাতে ভোট দিতে গিয়ে গরমের কারণে অসুস্থ না হয়ে পড়েন, তা নিয়েই কমিশন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। কমিশন জানিয়েছে-

  • গরমে ভোটারদের জন্য পানীয় জলের ব্যবস্থা থাকবে।
  • শৌচাগারের ব্যবস্থা রাখা হচ্ছে ভোট কেন্দ্রে।
  • ভোটকেন্দ্র কোনও উপরের তলায় নয়, নীচতলায় করতে হবে।
  • প্রত্যেক পোলিং টিমের সঙ্গে একটি মেডিকেল কিট দেওয়া হচ্ছে।
  • এছাড়া সেক্টর অফিসসহ এলাকার স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা রাখা হচ্ছে।
  • কোনও ভোটারের বাড়ি থেকে তাঁর ভোটকেন্দ্র ২ কিলোমিটারের বেশি হবে না। একমাত্র পাহাড়ি এলাকার ক্ষেত্রে দূরত্ব একটু বেশি হতে পারে।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩২)

এইসবের পাশাপাশি, প্রতিবন্ধী, অন্তঃসত্ত্বা এবং প্রবীণ নাগরিকদের জন্য ভোট কেন্দ্রে Polling Station বসার ব্যবস্থা করতে বলা হয়েছে। সেই সঙ্গে রোদে ভোটারদের দাঁড়িয়ে থাকতে যাতে সমস্যা না হয়, তার জন্য ভোটারদের মাথার উপরে অস্থায়ী ছাউনি করতে বলা হয়েছে। মায়েরা শিশু কোলে নিয়ে ভোট দিতে গেলে শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য প্রতি কেন্দ্রে একজন করে স্বেচ্ছাসেবক রাখতে হবে। অন্যদিকে, গ্রীষ্মের প্রখর রোদে সানস্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। সেরকম কিছু হলে ভোটারকে দ্রুত ভোট কেন্দ্রের ঠান্ডা জায়গায় শুইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া ওআরএসের মতো পানীয় খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট ভোটারের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে হাসপাতালে ভরতির ব্যবস্থা করতে হবে আধিকারিকদের। সব মিলিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের যাতে কোনও রকমের অসুবিধা না হয় সে বিষয়েই জোর দিয়েছে নির্বাচন কমিশন।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular