Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsকারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩২)
Karar Oi Lauho Kopat

কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩২)

জাস্টিস ফর কলকাতা টিভি, জাস্টিস ফর কৌস্তুভ রায়

Follow Us :

চরণদাসকে রাজসভায় ধরে আনা হল, ব্যাটা গান গায়, এত বড় স্পর্ধা। চরণদাস জানিয়েছিল গান আর জান তার কাছে সমার্থক, সে গান ছেড়ে তো বাঁচতে পারবে না। তো হীরকের রাজা তাকে গান গাইতে বলল, চরণদাস গান ধরল…। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। রাজা আর তার পারিষদ দু’লাইন শুনেই আনন্দে ঘাড় নাড়ল, খাসা গান। কিন্তু তারপরে? গানের লাইনে কী ছিল? ক’টা সত্যি কথা। কী কথা?

মনে আছে? মনে করিয়ে দিই।
দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে,
মন্দ যে সে সিংহাসনে চড়ে।
ও ভাই সোনার ফসল ফলায় যে তার
দুই বেলা জোটে না আহার,
সোনার ফসল ফলায় যে তার
দুই বেলা জোটে না আহার।
হীরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই,
ও ভাই হীরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই।
ও তার কানাকড়ি নাই, ওরে ভাই রে,
ওরে ভাই রে, ভাই রে
কতই রঙ্গ দেখি দুনিয়ায়।

ব্যস, কেবল গান গাওয়ার দোষে চরণদাসকে বেঁধে নিয়ে যাওয়া হল জেলে। কিন্তু কেবল গান গাওয়ার জন্যই কি? না, গান গাওয়া নয়, সত্যি কথা বলার জন্যই তাকে জেলে পাঠানো হয়েছিল। পৃথিবীর ইতিহাসে বার বার বহু মানুষ জেলে গিয়েছেন সত্যি কথা বলার জন্য। ১৬৩৩-র ১২ এপ্রিল ভ্যাটিকান চার্চে ডেকে পাঠানো হয়েছিল গ্যালিলিও গ্যালিলিকে, তাঁর বিচার হবে। কারণ তিনি বলেছেন পৃথিবী সূর্যের চারধারে ঘোরে। অথচ বাইবেলে লেখা আছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। এমন কথা যে গ্যালিলিও এই প্রথম বললেন তাও নয়, তিনি ১৬১৬-তেও এমন কথা বলে ডাক পেয়েছিলেন। সেবারে খানিক বকাঝকা করে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু এবার রীতিমতো বিচারসভা বসানো হল এবং বিচারের রায়ও এল, “We pronounce, judge, and declare, that you, the said Galileo… have rendered yourself vehemently suspected by this Holy Office of heresy, that is, of having believed and held the doctrine that the sun is the center of the world, and that it does not move from east to west, and that the earth does move, and is not the center of the world.” তাঁকে দোষী সাব্যস্ত করা হল, জেলে পাঠানো হল।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩১)

ইতিহাসে সক্রেটিস থেকে গান্ধী থেকে মার্টিন লুথার কিং থেকে নেলসন ম্যান্ডেলা বার বার জেলে গিয়েছেন, শাস্তি পেয়েছেন সত্যি কথা বলার জন্য। এই কথাগুলোই বিচারকের সামনে বললেন আমাদের চ্যানেল সম্পাদক কৌস্তুভ রায়। বললেন, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। অভিযুক্ত নয়, শাস্তিপ্রাপ্ত এক অপরাধীর ভুয়ো বয়ান, যাতে খালি চোখেই অসংখ্য গরমিল ধরা পড়বে তার ভিত্তিতে আমাদের চ্যানেল সম্পাদক কৌস্তুভ রায়কে গ্রেফতার করা হয়েছে, তিনি জেলে। তিনি কাল বিচারককে নিজেই সেই ভুয়ো অভিযোগের কহানি শুনিয়েছেন। বিচারক ডেকে পাঠিয়েছেন ইডির তদন্তকারী অফিসারদের, আমরা বিচারের প্রক্রিয়ার দিকে নজর রাখব। কিন্তু আমাদের প্রশ্ন, নির্বাচনী বন্ডের এই ধাপ্পাবাজি, এই জোচ্চুরি ধরা পড়ার পরে কেন দেশের প্রধানমন্ত্রী, দেশের অর্থমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জেলে পাঠানো হচ্ছে না? কেন তার বদলে প্রতিবাদীরা জেলে? আমরা তাই বিচার চাইছি, জাস্টিস ফর কলকাতা টিভি, জাস্টিস ফর কৌস্তুভ রায়।

দেখুন ভিডিও:

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Top News | কোথায় আবু তালেব? কেন তার বাড়িতে এত অস্ত্রশস্ত্র মজুত?
41:28
Video thumbnail
পায়ে পায়ে ধর্মযুদ্ধে | কেষ্টহীন বীরভূমে আজ কী বার্তা অভিষেকের?
03:01
Video thumbnail
Abhishek Banerjee | Satabdi Roy | অনুব্রতহীন বীরভূমে অভিষেক, শতাব্দী রায়ের সমর্থনে প্রচার
04:11
Video thumbnail
Sandeshkhali | সন্দেশখালির 'অস্ত্রভান্ডার'-এর মালিক কে এই আবু তালেব, কোথায় রয়েছে সে?
05:57
Video thumbnail
Weather Update | আরও সাত দিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা, উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা
01:05
Video thumbnail
Sandeshkhali | সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারে CBI-NSG, নির্বাচন কমিশনে তৃণমূল
13:55
Video thumbnail
KKR vs PBKS | বোলিং ব্যর্থতাতেই পঞ্জাবের বিরুদ্ধে গো-হারা কলকাতা
03:14
Video thumbnail
Sandeshkhali | শেখ শাহজাহানের গড়ে আরডিএক্সের খবর কোথা থেকে পেলেন শুভেন্দু?
04:06
Video thumbnail
Kamarhati | 'জিততে পারলে, কামারহাটিতে BJPর কবর দেব' বিজেপিকে চ্যালেঞ্জ মদনের
04:02
Video thumbnail
Sandeshkhali | 'পুলিশকে না জানিয়ে কেন অপারেশন?' মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ তৃণমূলের
05:20