মেদিনীপুর: রাত পোহালেই ষষ্ঠ দফায় মেদিনীপুরে ভোট। তার আগেই জেলাশাসকের (District Magistrate) অফিসের সামনে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে ধর্নায় বসলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের (Midnapore Lok Sabha) বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ভোটের আগের দিন এলাকায় ১৪৪ ধারা জারি আছে , কোথাও কোনও জমায়েত করা যাবে না। তাই একাই ধর্নায় বসার সিদ্ধান্ত নেন বিজেপি প্রার্থী (BJP Candidate)।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে কাকদ্বীপে সাধুসন্তদের মিছিল
অগ্নিমিত্রার অভিযোগ নানা জায়গায় নাকি বিজেপি কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাঁদের ওপর অত্যাচার করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে পুলিশ। তাই পুলিশের বিরুদ্ধেই এই ধর্না অবস্থান বিজেপি প্রার্থীর। রাস্তার মধ্যে একাই বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন নিয়ে জেলাশাসকের অফিসের সামনে ধর্নায় বসেন নেত্রী। যতক্ষণ না পুলিশি সন্ত্রাসের বিষয়ে ডিএম বা এসপির কাছ থেকে সদুত্তর পান, ততক্ষণ ধর্না চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন তিনি।
আরও খবর দেখুন