Placeholder canvas

Placeholder canvas
HomeScrollরবিবারের ঘূর্ণিঝড়ে ১১টি ভোটকেন্দ্র ক্ষতিগ্রস্ত, জানাল নির্বাচন কমিশন
National Election Commission

রবিবারের ঘূর্ণিঝড়ে ১১টি ভোটকেন্দ্র ক্ষতিগ্রস্ত, জানাল নির্বাচন কমিশন

মোট ১৩ লক্ষ ২০ লিটার মদ উদ্ধার হয়েছে

Follow Us :

কলকাতা: ঝড়ে ক্ষতির হাত থেকে রক্ষা পেল না ভোটকেন্দ্রগুলিও। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কয়েকটি ভোটকেন্দ্র (Polling Station) ক্ষতিগ্রস্ত। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী সোমবার জানিয়েছেন, ১১টি পোলিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। তা মেরামতের কাজ চলছে।

আগামী ১৯ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোটগ্রহণ হওয়ার কথা। রবিবার ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে যায় জলপাইগুড়ি শহর, ময়নাগুড়ি, ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা। পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক। মৃতদের প্রত্যেকের বাড়িতেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: জ্ঞানবাপী চত্বরে পুজো, আরতি চলবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত কমিশনের কাছে নির্বাচনী বিধি ভাঙা সহ ভোট সংক্রান্ত সবচেয়ে বেশি অভিযোগ এসেছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া জেলা থেকে। ভোট ঘোষণার পর থেকে রাজ্যে অভিযান চালিয়ে মোট ৭ কোটি ৮৮ লক্ষ টাকা হিসাব বিহর্ভূত নগদ উদ্ধার হয়েছে। মোট ১৩ লক্ষ ২০ লিটার মদ উদ্ধার হয়েছে।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular