মালদহ: ১৭ দিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র (Anganwadi Center) বন্ধ। বৃহস্পতিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা মাত্রেই কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। বৃহস্পতিবারে ঘটনা কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রতুয়ার (Maldah Ratua) মাকাইয়া বাজিতপুর মুসলিম পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিযোগ রতুয়ার মাকাইয়া বাজিতপুর মুসলিম পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র ১৭ দিন ধরে শিশু ও মায়েদের খাবার বন্ধ রয়েছে। অথচ পার্শ্ববর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে প্রতিনিয়ত খাবার দেওয়া হয়।
আরও পড়ুন: বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম, পুলিশের বাধা নেতাকর্মীদের
এই বিষয়ে ওই কেন্দ্রের ওয়ার্কার বিউটি সিংহকে প্রশ্ন করা হলে তিনি বলেন, গ্রামবাসীদের অভিযোগ বিগত ১৭ দিন ধরে শিশু ও মায়েরা খাবার পাইনি। কারণ ১৭ দিন ধরে অফিস আমাকে খাদ্য সামগ্রী দেয়নি। বুধবার খাদ্য সামগ্রী পাওয়ার পর আজ থেকে আমি সেন্টার চালু করেছি। অন্যান্য সেন্টারে মাল দেওয়া হয়েছে কিন্তু আমাকে দেওয়া হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কিন্তু সেখান থেকে কোন উত্তর পাইনি। যদিও এই বিষয়ে রতুয়া ১ ব্লক সি ডি পিও গোলাম মাহাবুবকে টেলিফোনে ধরা হলে তিনি অভিযোগ স্বীকার করে বলেন আমাদের তরফ থেকে অর্ডার করা হয়েছিল। তবে খাদ্য সামগ্রী সেন্টারে পৌঁছাতে দু’চার দিন দেরি হয়েছিল। বুধবার খাদ্য সামগ্রী পৌঁছে গিয়েছে। এই খাদ্য সামগ্রীগুলি এজেন্সির মাধ্যমে বিলি করা হয়। এলাকায় সাড়ে তিনশো সেন্টার রয়েছে ফলে সেন্টারগুলিতে একসঙ্গে খাদ্য সামগ্রী পৌঁছাতে দেরি হয়।
অন্য খবর দেখুন