skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollবিজেপির মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Coochbehar

বিজেপির মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পারিবারিক বিবাদের ঘটনা, দাবি তৃণমূল এবং পুলিশের, জাতীয় মহিলা কমিশনে বিজেপি

Follow Us :

কোচবিহার: বিজেপির এক মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধরের (BJP women worker beaten) অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বর্তমানে আক্রান্ত মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। মাথাভাঙার ঘোকসাডাঙা এলাকার ঘটনা। মহিলার অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলার পুলিশ সুপার (SP) দ্যুতিমান ভট্টাচার্য।কোচবিহারের (Coochbehar) ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলে বিধানসভা চত্বরে ধরনায় বসতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ধরনায় বসার জন্য বিধানসভা স্পিকারকে চিঠি দিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনকেও বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছেন। কোচবিহার জেলা পুলিশ অবশ্য সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পারিবারিক বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে। তৃণমূল নেতা এবং মন্ত্রী উদয়ন গুহেরও দাবি, বিজেপি পারিবারিক ঘটনা নিয়ে রাজনীতি করছে। 

এদিকে এই ঘটনার তদন্ত করতে রাজ্য বিজেপি সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে ওই কমিটি শনিবার কোচবিহার যাচ্ছে। কোচবিহারের ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে জাতীয় নির্বাচন কমিশন। বিজেপি নেতা অমিত মালব্যর ট্যুইটের থেকে বিষয়টি নজরে আসে জাতীয় মহিলা কমিশনের।

আরও পড়ুন:৩ দিন ধরে তল্লাশি, বিকাশ ভবন থেকে বস্তা বোঝাই নথি উদ্ধার

পুলিশের দাবি, নদীর চড়ায় ঘাস কাটাকে কেন্দ্র করে পারিবারিক কলহকে রাজনৈতিক রং দিয়ে মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা চলছে। সামাজিক মাধ্যমে আসল ঘটনা তুলে ধরে ফেসবুক পোস্ট করেছে কোচবিহার জেলা পুলিশ। মাথাভাঙা  রুইডাঙার বিজেপি মহিলা মোর্চার কর্মীকে বিজেপি করার অপরাধে বিবস্ত্র করে মারধর এবং প্রায় এক কিলোমিটার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসার অভিযোগ করেছে রাজ্য বিজেপি। সংবাদমাধ্যমে ওই ঘটনার খবর প্রচারিত হয়। হাসপাতালে ভর্তি সেই মহিলার জবানবন্দিও প্রচার করে বিজেপি। 

তারপরেই নড়েচড়ে বসে কোচবিহার জেলা পুলিশ। জেলা পুলিশ জানায়, মহিলার অভিযোগের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের দাবি, ওই মহিলা এবং তাঁর ছেলে ভিডিও বিবৃতি দিয়ে পুলিশকে নিশ্চিত করেছেন, এর সঙ্গে কোনও রাজনীতির সম্পর্ক নে। শুধুমাত্র ঘাস কাটাকে নিয়ে পারিবারিক বচসা ছিল। পুলিশের তরফ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে গুজব না ছড়ানোর অনুরোধ করা হয়েছে।

দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular