নয়াদিল্লি: ঝাড়খণ্ডের (Jharkhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন (Champai Soren) কি বিজেপিতে (BJP) যোগ দেবেন? ছয় বিধায়ককে নিয়ে তাঁর আকস্মিক দিল্লি যাত্রার খবরে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। রবিবার সকালে তিনি দিল্লি যান। শনিবার তিনি কলকাতায় ছিলেন। সেখানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। তাঁর সঙ্গে মধ্যস্থতা করছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে যেভাবে সরিয়ে হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী করা হয়েছে তাতে তিনি খুশি নন। শনিবার বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, আমি জানি না কী গুজব ছড়িয়েছে। তাই তা সিত্য কি না আমি বলতে পারব না। আমি যেখানে ছিলাম, সেখানেই আছি। উল্লেখ্য, জমি দুর্নীতি মামলায় ইডি গত ৩১ জানুয়ারি গ্রেফতার করে সেসময়ের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। এরপর সেসময়ের জলসম্পদ মন্ত্রী চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী হন। ঝাড়খণ্ড হাইকোর্ট হেমন্তকে মুক্তি দিলে ৩ জুলাই পদত্যাগ করেন চম্পাই।
আরও পড়ুন: কমিশনারের গ্রেফতারি চাইতেই লালবাজারে তলব তৃণমূল সাংসদকে
আরও খবর দেখুন