মনা বীরবংশী, বোলপুর: আজ বীরভূমে (Birbhum) জেলা তৃণমূল (TMC) কোর কমিটির বৈঠক। এই প্রথম কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বৈঠকে কি হতে চলেছে ? সেদিকে তাকিয়ে জেলার রাজনৈতিক মহল।
অনুব্রত গ্রেফতার হওয়ার পর তৃণমূল নেত্রী বীরভূম তৃণমূল দল পরিচালনা করার ক্ষেত্রে কোর কমিটি গঠন করে দিয়েছিলেন। এই কমিটি গত ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে বীরভূমে দুটি কেন্দ্র থেকে ভালো ফলাফল করেছে। খুব স্বাভাবিকভাবেই কোর কমিটির প্রতি আস্থা ও ভরসা বেড়েছে শীর্ষ নেতৃত্বের।
এরই মাঝে প্রায় দু বছর পর গরু পাচার মামলায় জামিন পেয়ে বীরভূমে ফিরেছেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কেষ্ট বীরভূমে ফিরতেই কোর কমিটির ভবিষ্যৎ কি ? প্রশ্ন উঠতে শুরু হয়েছিল। দলের শীর্ষ নেতৃত্ব অবশ্য সিলমোহর দেয় কোর কমিটি এবং অনুব্রত সমন্বয় রেখে বীরভূমে দল পরিচালনা হবে।
আরও পড়ুন:ট্যাব কেলেঙ্কারিতে ইসলামপুর থেকে গ্রেফতার যুবক
দলের শীর্ষ নেতৃত্ব কোর কমিটি এবং অনুব্রতকে সমন্বয় রেখে চলার বার্তা দিলেও দিন দিন কেষ্ট কাজলের দূরত্ব বেড়েছে। অভিযোগ উঠেছিল অনুব্রত কোর কমিটির সঙ্গে আলোচনা না করেই দলীয় কর্মসূচি বিজয়া সম্মেলন ব্লকে ব্লকে শুরু করেছিল।
এমত অবস্থায় অনুব্রত বিজয়া সম্মিলনীতে দেখা যায়নি কোর কমিটির অনেক সদস্যকে। পরে অবশ্য নেত্রীর ধমক খেয়ে কেষ্টর বিজয়া সম্মেলনের কর্মসূচিতে কোর কমিটির সদস্যদের দেখা যায়। তবে এখনও পর্যন্ত একমঞ্চে কেষ্ট কাজলকে দেখা যায়নি।
খুব স্বাভাবিকভাবেই নানান কৌতূহল শুরু হয়েছে এদিনের কোর কমিটির বৈঠকে ঠিক কি হতে চলেছে ?
কারণ কেষ্ট বীরভূমে ফেরার পর মাত্র একবার কাজল সৌজন্য সাক্ষাৎ করেছে বোলপুর পার্টি অফিসে অনুব্রতর সঙ্গে। তারপর নানান বিদিত কারণ নিয়ে অনুব্রত কাজলের সম্পর্কে চিট প্রকট হয়েছে বীরভূমের রাজনৈতিক মাটিতে।
শনিবার দুপুর তিনটে জেলা প্রধান তৃণমূল দলীয় কার্যালয় বোলপুরে কোর কমিটির আসর বসতে চলেছে। উপস্থিত থাকবেন কোর কমিটির সদস্যরা। কারা ও ক্ষুদ্র কুটির শিল্প বস্ত্র বিভাগের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশীষ বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের তৃণমূল বিধায়ক, তৃণমূল নেতা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, কোর কমিটির আহবায়ক বিকাশ রায় চৌধুরী, জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
এছাড়াও উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই প্রতিনিধি। বৈঠকের পুঙ্খানুপুঙ্খ শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দেবে তারা।
কেষ্ট কাজল মুখোমুখি। রুদ্ধতার বৈঠক হতে চলেছে বোলপুর কেষ্ট মন্ডলের গড়ে। খুব স্বাভাবিকভাবেই কোর কমিটির আসরের দিকে তাকিয়ে জেলার রাজনৈতিক মহল।
দেখুন অন্য খবর: