Thursday, August 14, 2025
HomeScrollবর্ষায় শহরে ডেঙ্গি-ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত, বৈঠকে পুরসভা
Dengue-Malaria

বর্ষায় শহরে ডেঙ্গি-ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত, বৈঠকে পুরসভা

কলকাতার বহুতল এবং আবাসনকে চিঠি পুরসভার

Follow Us :

কলকাতা: বর্ষার মুখেই শহর কলকাতা জুড়ে ডেঙ্গি (Dengue ) ম্যালেরিয়া (Malaria) সহ মশা বাহিত রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। মশা বাহিত রোগের বাড়বাড়ন্তিতে শহরে একজনে মৃত্যুও হয়েছে। বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কলকাতা পুরসভা। ডেঙ্গি ম্যালেরিয়া মোকাবিলায় রূপরেখা ঠিক করতে বৃহস্পতিবার বিকেলে কলকাতা পুরসভায় (Kolkata Municipality) উচ্চপর্যায়ের বৈঠক বসে। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে এই বৈঠকে, কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্য বিভাগের কর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার পুরো কমিশনার সহ বিভিন্ন বিভাগের পদস্থ কর্তারা।

শহরের কোন কোন এলাকায় এই মুহূর্তে মশাবাহিত রোগের প্রকোপ বেড়েছে এবং সেই সমস্ত এলাকায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে সে নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আগামীকাল শুক্রবার রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে মশাবাহিত রোগের প্রকোপের মোকাবিলায় কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে তা নিয়ে বৈঠক করবেন রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী।

আরও পড়ুন: ছাত্র মুখ্যমন্ত্রীর এক ফোনে শিক্ষকের সমস্যার সমাধান

বর্ষার বৃষ্টি বাড়তেই ডেঙ্গি ম্যালেরিয়া রোগের প্রকোপ নিয়ে চিন্তিত কলকাতা পুরসভা। তাই কলকাতার প্রায় এক হাজার বহুতল এবং আবাসনকে চিঠি পাঠায় পুরসভা। চিঠিতে মোটা সাতটি নির্দেশের কথা বলা হয়েছে। যা আবাসনের কমিটিগুলিকে মেনে চলতে বলা হয়েছে। শুক্রবার কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছিলেন, প্রতি বছর বর্ষায় কলকাতা শহরে ডেঙ্গি ম্যালেরিয়ায় প্রকোপ বৃদ্ধি পায়। তাই এ বার বৃষ্টি বাড়তেই এই পদক্ষেপ করল পুর প্রশাসন। কলকাতা পুরসভা এলাকায় ২২০০ আবাসন রয়েছে। তার মধ্যে ১৬২২টি আবাসন কমিটির কথা জেনেছে পুরসভা। তাদের মধ্যে বাছাই করে ৯৭২টি আবাসন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular