skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeScrollডায়মন্ড হারবারে প্রার্থী হতে চান আইএসএফের নওশাদ

ডায়মন্ড হারবারে প্রার্থী হতে চান আইএসএফের নওশাদ

অভিষেককে হারাতে দাঁড়াতে চান শুভেন্দুও

Follow Us :

কলকাতা: ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique) লোকসভা ভোটে (Lok Sabha polls) ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্রে প্রার্থী হতে চান। তিনি নিজেই সোমবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আমার দল যদি আমাকে প্রার্থী করে, তাতে আমার কোনও আপত্তি নেই। দল নির্দেশ দিলে দাঁড়াব। আমি নিজেও ইচ্ছে প্রকাশ করেছি। নওশাদ বলেন, আমরা বাংলার অনেক আসনেই প্রার্থী দেব। তবে জামানত জব্দ করার জন্য আমরা লড়াই করব না। রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দেওয়ার ক্ষমতা আমাদের নেই। যেখানে আইএসএফের শক্তি আছে, তৃণমূল স্তরে সংগঠন আছে, সেখানে আমরা প্রার্থী দেব।

ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Suvendu Adhikari)। তৃণমূল এই আসনকে তাদের পক্ষে সব চেয়ে নিরাপদ বলে মনে করে। সেই আসনে কেন প্রার্থী হতে চান, জানতে চাওয়া হলে আইএসএফ নেতা বলেন, এই কেন্দ্রে দুবারের সাংসদ অভিষেক। কিন্তু তাঁকে লোকসভা কেন্দ্রে দেখা যায় না। তিনি এলাকার উন্নয়ন করেননি। তবু তৃণমূল ডায়মন্ড হারবার মডেল বলে একটা প্রচার চালাচ্ছে। আমি দেখিয়ে দিতে চাই, ডায়মন্ড হারবার (Diamond Harbour) মডেল বলে কিছু হয় না। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ বেশ কিছুদিন ধরে দাবি করছেন, তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াবেন এবং অভিষেককে হারাবেন।

আরও পড়ুন: রাজ্যপালদের ভূমিকা মৌখিকভাবে সমালোচিত সুপ্রিম কোর্টে

এদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে চলতি মাসেই তাঁরা আইএসএফ এবং কংগ্রেসের সঙ্গে কথা বলবেন। এ মাসেই বামফ্রন্টের শরিকদের মধ্যে প্রথমে আলোচনা করব। তারপর ফ্রন্টের বাইরে যে সব বাম শক্তি আছে, তাদের সঙ্গেও কথা বলব। দলীয় সূত্রের খবর, আসন সমঝোতার বৈঠকে ডায়মন্ড হারবার আইএসএফকে ছেড়ে দিতে সিপিএমের খুব একটা আপত্তি নেই। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও আইএসএফকে বা নওশাদকে ডায়মন্ড হারবার কেন্দ্রটি ছাড়তে রাজি বলে ইঙ্গিত দেন।

অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছেন, দল চাইলে আমি ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াতে পারি। তবে সবটাই নির্ভর করে দলের সিদ্ধান্তের উপর। তিনি বলেন, পিসিকে নন্দীগ্রামে হারিয়েছি, ভাইপোকেও ডায়মন্ড হারবারে হারানোর ক্ষমতা রাখি।

তৃণমূল তাদের প্রতিক্রিয়ায় বলেন, ডায়মন্ড হারবার কেন্দে্রে প্রভূত উন্নয়ন হয়েছে। বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করতে পারেন। তিনি দাঁড়ালেও এখানে তৃণমূল প্রার্থী অভিষেক জয়ী হবেন।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Kalyan Banerjee | মোদিকে কী বললেন তৃণমূলের কল্যাণ? রেগে লাল বিজেপি সাংসদরা
00:00
Video thumbnail
আজকে (Aajke) | পিটিয়ে মারা থেকে চোপড়া, আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তো উঠবেই
00:00
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | ইডি, আদালত, কৌস্তুভ রায়, কেজরিওয়াল আর হেমন্ত সোরেন, মামলা কিন্তু এক
00:00
Video thumbnail
Rahul Gandhi | মোদিকে চিঠি রাহুলের, কী চাইছেন দেখুন
00:00
Video thumbnail
Politics | পলিটিক্স (02 July, 2024)
14:55
Video thumbnail
Fourth Pillar | ইডি, আদালত, কৌস্তুভ রায়, কেজরিওয়াল আর হেমন্ত সোরেন, মামলা কিন্তু এক (পর্ব-২)
12:02
Video thumbnail
Aajke | এ এক আজব রাজ্যপাল, নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত
10:54
Video thumbnail
Kalyan Banerjee | মোদিকে কী বললেন তৃণমূলের কল্যাণ? রেগে লাল বিজেপি সাংসদরা
07:33:25
Video thumbnail
Kalyan Banerjee | ওম বিড়লাকে কী বললেন কল্যাণ? তারপর সংসদে কী হল দেখুন
08:23:26
Video thumbnail
Akhilesh Yadav | সংসদে হেরো সরকার, আর কী বললেন অখিলেশ? উত্তাল সংসদ
08:13:19