skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeScrollপুর-নিয়োগ দুর্নীতি, রথীন ঘোষের বাড়িতে ইডি

পুর-নিয়োগ দুর্নীতি, রথীন ঘোষের বাড়িতে ইডি

সাতসকালে একযোগে হানা বিভিন্ন জায়গায়

Follow Us :

কলকাতা: তৃণমূল নেতা তথা রাজ্যের খাদ্যমন্ত্রী (Food Minister) রথীন ঘোষের (Rathin Ghosh) বাড়িতে ভোর থেকে চলছে ইডির (ED) তল্লাশি (Raid)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রাজভবন চলো অভিযানের (Raj Bhavan Chalo Aviyan) দিনই পুরসভায় নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) মামলার তদন্তে তৎপর ইডি। মধ্যমগ্রামের মাইকেল নগরের বাড়িতে ভোর ৬টা থেকে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। খাদ্যমন্ত্রীর বাড়ি ঘিরে রয়েছে সিআরপিএফ (CRPF)।

এছাড়াও ভোর ৬টা থেকে ইডি তল্লাশি চলছে কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহা এবং বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিকের বাড়িতেও।

মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের এক অফিস থেকে পাওয়া নথিতে তাঁর নাম একাধিকবার উল্লেখ রয়েছে। ২০১৪-র পর থেকে পুরসভায় নিয়োগে আর্থিক লেনদেন খতিয়ে দেখতেই খাদ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। এদিন রাজ্যের ১২টি জায়গায় ইডি তল্লাশি অভিযান শুরু করেছে। এগুলোর মধ্যে রথীন ঘোষের বাড়িতেও চলছে তল্লাশি।

আরও পড়ুন: আজ অভিষেকের রাজভবন অভিযান, কখন, কোন পথে মিছিল

টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতেও ভোর থেকে চলছে ইডি তল্লাশি। চার থেকে পাঁচ জন অফিসার সকাল সাড়ে ৬টা নাগাদ প্রশান্ত চৌধুরীর বাড়িতে আসে। টিটাগড় পুরসভায় চাকরির নিয়োগ ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল অয়ন শীলের হাত দিয়ে, সেই ঘটনায় তদন্তে এসেছে ইডি। টিটাগড় পুরসভায় ২২১ জন চাকরি পেয়েছিলেন ২০১৬ সালে সিট নকল করে।

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি-কে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেপ্টেম্বর মাসে উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, আজ সকাল নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র একাধিক দল বের হয়। তাদের মধ্যে দশজনের একটি দল খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে গিয়েছে। সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানরাও।

এ দিন, মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও সূত্রের খবর। এ দিন মন্ত্রীর বাড়ি ছাড়াও, শহর এবং শহরতলির বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। শুধু তাই নয়, রথীন অনুগামীদের বাড়িতেও চালানো হচ্ছে তল্লাশি।

অয়ন শীলের সংস্থা কীভাবে বছরের পর বছর কীভাবে পুরসভাগুলির টেন্ডার পেয়েছে সেই বিষয়ে তদন্ত করতে গিয়েই সন্দেহ দানা বাঁধে গোয়েন্দাদের। একমাত্র অয়ন শীলের সংস্থা যাঁরা নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকেছে। এরপর অয়ন শীল গ্রেফতার হতেই তাঁর বয়ানে রথীন ঘোষ ছাড়াও একাধিক রাজনৈতিক নেতার নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। গোয়েন্দারা মনে করছেন, এ দিনের তদন্তের পর বেশ কিছু নথি হাতে আসতে চলছে তাঁদের। যা থেকে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular