Sunday, August 3, 2025
HomeScrollআরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে ইডি
RG Kar

আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে ইডি

ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ

Follow Us :

কলকাতা: আরজি করের আর্থিক দুর্নীতিতে (RG Kar Financial Irregularities Case) এবার সিবিআই এর পাশাপাশি তদন্ত শুরু করল ইডি (ED)। আরজি কর দুর্নীতিতে মামলা রুজু করল ইডি। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় ইসিআইআর দায়ের করা হয়েছে। সিবিআইয়ের (CBI) এফআইআর-এর ভিত্তিতেই এই ইসিআইআর দায়ের করেছে ইডি। ইতিমধ্যে টানা ১০ দিন ধরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখী হতে হচ্ছে সন্দীপ ঘোষকে। এবার খুব তাড়াতাড়ি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইডির জিজ্ঞাসাবাদের পড়তে চলেছেন।
আরজি করের তদন্তবার সিবিআইয়ের হাতে যাওয়ার পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর আমলে হাসপাতালের অন্যান্য আর্থিক দুর্নীতির বিষয়টিও সামনে আসে। সেই দুর্নীতির তদন্তে প্রথমে সিট গড়েছিল রাজ্য। উল্লেখ্য আর্থিক দুর্নীতি মামলায় গত রবিবার সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এমনকী সন্দীপের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তাঁরই প্রাক্তন সহকর্মী আখতার আলি। এবার ইডিও সেই এফআইআরের ভিত্তিতে ECIR করতে চলেছে বলে খবর। সূত্রের খবর সন্দীপ সহ বেশ কয়েকজনের নামও রয়েছে।
অন্য খবর দেখুন
RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39