কলকাতা: নতুন প্রযুক্তির প্যান কার্ড (New PAN Card) চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই প্যান কার্ডে থাকবে ‘ডায়নামিক কিউআর কোড’ (Dynamic QR code)। নয়া কার্ড চালু হলে পুরনো প্যান কার্ড কি বাতিল হয়ে যাবে? তা হলে কি নতুন করে আবার বানাতে হবে প্যান কার্ড। এখন এই প্রশ্ন সকলের মনে ঘুরচ্ছে। এ নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। এরপরই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়, যাঁদের কাছে এখন প্যান কার্ড রয়েছে, তাঁদের এই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরও বদলের প্রয়োজন নেই।
সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘ডায়নামিক কিউআর কোড’-সহ প্যান কার্ড ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্যান কার্ড চালু হলে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের লেনদেনের ক্ষেত্রে সুবিধা হবে, মনে করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে নয়া ‘প্যান ২.০’ প্রকল্পের ঘোষণা করা হতেই, পুরনো প্যান কার্ড বাতিল বয়ে যাবে বলে বিভ্রান্তি ছড়িয়েছে। এরকম প্রশ্ন ঘুরপাক পাচ্ছে সাধারণ মানুষের মনে। যাতে সাধারণ মানুষ কোনওভাবে বিভ্রান্ত না হন এবং তাঁদের কোনওরকম হেনস্থার মুখে পড়তে না হয়, তাই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আওতাধীন ‘সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস’-র তরফে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হল। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাঁদের এখন প্যান কার্ড আছে, তাঁদের নতুন করে প্যান কার্ডের আবেদন করতে হবে না। নয়া প্রকল্পের আওতায় তাঁদের নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। প্যান নম্বরও পালটতে হবে না তাঁদের।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে লড়াই, মহারাষ্ট্রে এনডিএ-তে ভাঙন!
ইতিমধ্যে যাঁদের কাছে প্যান কার্ড আছে, তাঁরা যদি তথ্য সংশোধন করতে বা কোনও তথ্য আপডেট করতে চায় তো ইমেল আইডি, মোবাইল নম্বর, ঠিকানা, নাম, জন্মতারিখ, সেটা ‘প্যান ২.০’ প্রকল্প শুরুর পরে বিনামূল্যে করতে পারবেন। যতক্ষণ না সেই প্রকল্প পুরোপুরি চালু হচ্ছে, ততক্ষণ প্যান কার্ডধারীরা বিনামূল্যে ইমেল আইডি, মোবাইল এবং ঠিকানা পালটাতে পারবেন না। প্যান কার্ডের অন্যান্য তথ্য আপডেট করা বা সংশোধন করার জন্য আপাতত নিকটবর্তী কোনও কেন্দ্রে যেতে হবে। অথবা টাকা দিয়ে সংশোধন করতে হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। ‘ডায়নামিক প্যান কার্ড’-এ যে কিউআর কোড থাকবে। অর্থ মন্ত্রকের জানান, ২০১৭-১৮ থেকে জারি করা প্যান কার্ডে কিউআর কোড থাকে। নতুন ব্যবস্থায় ডায়নামিক কিউআর কোড থাকবে, যাতে সংশোধিত তথ্যও দেখা যাবে। যাঁদের কাছে কিউআর কোড-হীন প্যান কার্ড আছে, তাঁরা নতুন কার্ডের জন্য আবেদন করতেই পারেন।
অন্য খবর দেখুন