ওয়েব ডেস্ক: মহাকুম্ভে ভয়াবহ আগুন। আগুনের লেলিহান শিখায় ইতিমধ্যেই গ্রাস করেছে সেখানকার একাধিক তাঁবু। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন, পর পর সিলেন্ডার বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তাঁরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত দমকল বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত ২৫ টি ইঞ্জিন। আগুনের ঘটনায় পূর্ণার্থীদের মধ্যে বেঁধে গেছে হুড়োহুড়ি।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আরাইশোর বেশি তাঁবু পুড়ে ছাই হয়ে গেছে প্রায়াগরাজে। ইতিমধ্যেই দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণের জন্য। চলছে আগুন নিয়ন্ত্রণের কাজ।
আরও পড়ুন: বঙ্গ বিজেপিতে শুভেন্দু-সুকান্ত বিরোধ কি চরমে?
উল্লেখ্য, এর আগেও বাংলার সাগরমেলাতেও আগুন লাগে। আর এবার মহাকুম্ভেও লাগল বিধ্বংসী আগুন। তবে আগুনের জেরে এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে দমকলের তরফ থেকে। আগুন যাতে আর না ছড়িয়ে পরে তার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তও শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এখনও আগুনের লেলিহান শিখা স্পষ্ট দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।
দেখুন অন্য খবর