Friday, August 8, 2025
HomeScrollস্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে পলাতক স্বামী
Acid Attack

স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে পলাতক স্বামী

পারিবারিক কলহ থেকে এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান

Follow Us :

বসিরহাট: ফের অ্যাসিড আক্রান্ত (Acid Attack) হওয়ার ঘটনা সামনে এল। স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ল স্বামী। অভিযুক্ত স্বামী পলাতক। বাবার কঠিন শাস্তি চায় মেয়ে। ১০ বছরের কন্যা সন্তানও বাবার হাতে অ্যাসিড হামলায় আক্রান্ত হওয়ার থেকেও রেহাই পায়নি। কোনওরকম প্রাণে রক্ষা পেয়ে দাদুর বাড়িতে ফিরে সেই ভয়ংকর ঘটনার দৃশ্য জানাল সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁর ছয়নী এলাকায় বাসিন্দা আমেনা বিবির বিয়ে হয় বাসন্তী থানার অন্তর্গত শিমুলতলা এলাকার বাসিন্দা রমজান গাজির সঙ্গে। গত ১৮ বছর ধরে সংসার করছে আমেনা ও রমজান। তাদের তিন সন্তানও রয়েছে। কর্মসূত্রে মুম্বইয়ে বেসরকারি একটি কারখানায় স্ত্রী, সন্তানকে নিয়ে কাজ করতে গিয়েছিল রমজান। সেখানে গিয়ে স্ত্রী আমেনা বিবির উপর প্রতিদিন অত্যাচার করত অভিযুক্ত স্বামী রমজান। গত ২৩ জানুয়ারি পারিবারিক ঝামেলা হয়। সেখানেই স্ত্রীর মুখে অ্যাসিড মেরে পালাতক সো । বর্তমানে আহত আমেনা বিবি চিকিৎসাধীন কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে। বাবার অবিলম্বে কঠিন শাস্তির দাবিতে সরব নাবালিকা মেয়ে।

আরও পড়ুন: চা বাগানে অপুষ্টিতে ভুগছেন ৩০ শ্রমিক, অভিযোগ কর্মী সংগঠনের

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular