ওয়েব ডেস্ক: ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) ফের কড়া বার্তা দিলেন হামাসকে (Hamas)। রবিবার এক টেলিভিশন বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বন্দি মুক্তি নিয়ে আলোচনার ফল যাই হোক না কেন, ইজরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করবে না। তাঁর দাবি, “হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা ছাড়া ইজরায়েলের নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব নয়।”
নেতানিয়াহু বলেন, “আমাদের হাতে আটক ইসরায়েলি নাগরিকদের ফিরিয়ে আনার জন্য আলোচনা চললেও, গাজায় হামাসের সন্ত্রাসী অবকাঠামো নিশ্চিহ্ন করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। হামাস বন্দিমুক্তি চুক্তি গ্রহণ করুক বা না করুক, ইসরায়েল এই যুদ্ধে জয়ী হবেই।”
আরও পড়ুন: গ্রেফতার শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট!
গত কয়েক সপ্তাহ ধরে গাজার ভেতরে ইসরায়েলি সেনাদের তীব্র অভিযান চলছে। বিমান হামলার পাশাপাশি স্থল সেনারা ধাপে ধাপে গাজা শহর দখলের দিকে এগোচ্ছে। ইসরায়েলি সেনা সূত্রে খবর, ইতিমধ্যেই বহু গুরুত্বপূর্ণ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে এসেছে।
এদিকে, আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। রাষ্ট্রপুঞ্, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন আরব দেশ গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত, খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। তবে নেতানিয়াহুর সরকার এখনই পিছু হটতে নারাজ। তাঁর কথায়, “যতক্ষণ না হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হচ্ছে, যুদ্ধ শেষ হবে না।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই অবস্থান ইজরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গেও যুক্ত। গাজায় কঠোর পদক্ষেপ নিয়ে তিনি দেশের ডানপন্থী ভোটারদের আস্থা ধরে রাখতে চাইছেন। তবে সমালোচকরা বলছেন, এই অবস্থান শুধু সংঘাত আরও দীর্ঘায়িত করবে এবং গাজার সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে।
বর্তমানে আলোচনার মূল বিষয় ইজরায়েলি বন্দিদের মুক্তি এবং যুদ্ধবিরতির সম্ভাবনা। তবে নেতানিয়াহুর এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে, যে কোনো সমঝোতার পথই কঠিন হতে চলেছে।
দেখুন আরও খবর: