চণ্ডীগড়: বাবা-মার (Parents) কাছ থেকে স্ত্রী (Wife) আলাদা থাকতে বাধ্য করায় স্বামীর বিবাহ বিচ্ছেদের (Divorce) আবেদন মঞ্জুর করল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে (Punjab and Haryana High Court)। । অপমান করার পাশাপাশি চাপ সৃষ্টি করে স্বামীকে নিজের বাবা মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়ার জন্য স্বামীর বিবাহ বিচ্ছেদের আবেদন নিম্ন আদালত মঞ্জুর করে। স্বামীর প্রতি স্ত্রীর এমন আচরণ নিষ্ঠুরতার নামান্তর। অভিমত সহ নিম্ন আদালতের রায় বহাল হাইকোর্টে।
আরও পড়ুন: মার্চের শুরুতেই বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?
যদিও স্ত্রী ও তার পিতার বিরুদ্ধে আনা আত্মহত্যায় প্ররোচনা দানও একযোগে চক্রান্ত করার অভিযোগ বাতিল।
যে আচরণের জন্য দুই পক্ষের মধ্যে বন্ধন জোড়া লাগা সম্ভব নয়, সেই অভিযোগটি যুক্তিসম্মতভাবে প্রমাণিত হতে হবে। সেই নিষ্ঠুরতা হতে পারে শারীরিক বা মানসিক বা দুই-ই।
যদিও এর মাত্রা বা মাপকাঠি নির্ধারণের জন্য কোনও আঙ্কিক সমীকরণ নেই। প্রতিটি মামলার পরিপ্রেক্ষিত এবং তথ্যের গভীরতার আলোকে বিষয়টির বিচার করতে হবে। মন্তব্য বিচারপতি সুধীর সিং ও বিচারপতি সুখবিন্দর কাউরের।
প্রসঙ্গত, ২০১৮ সালে দম্পতির বিবাহ। বিয়ের পর থেকেই আলাদা থাকার জন্য স্বামীর উপর চাপ সৃষ্টি ও গালাগালির শুরু। বৌমা দ্বারা চরম হেনস্থা হয়ে শ্বশুরের আত্মহত্যা।
দেখুন অন্য খবর: