কলকাতা: লাস্যময়ীর মার্জার সরণিতে হাঁটলেন জাহ্নবী কাপুর। তাঁকে ঘিরে ছবিশিকারীরা। কয়েকদিন আগেই মার্জার সরণীতে হেঁটেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপুর (Janhvi Kapoor)। জাহ্নবীকে নয়া অবতারে দেখে পুরুষমনে ঝড়। মুগ্ধ প্রায় সকলেই। একটি কালো ওভারকোট পরে ব়্যাম্পে হেঁটে আসেন, পরে খুলে ফেলেন ওভারকোট। এই ফ্যাশান শো-তেই নজর কাড়লেন আরেক মডেল।
অভিনেত্রীকে লাস্যময়ী দেখাচ্ছিল। পরণে অফশোল্ডার কালো বডিকনের পোশাক। কালো পোশাকে বাঁধনি প্রিন্ট। বডিকনের উরু পর্যন্ত চেরা। তার উপরে চাপানো লম্বা জ্যাকেট। জ্যাকেটটি মার্জার সরণিতে দাঁড়িয়েই খুলে ফেললেন তিনি। জাহ্নবীকে শরীর বিহঙ্গে চোখ ফেরায়ো দায়। জাহ্নবীর অনুরাগীরা তাঁর নেশায় বুঁদ। হাঁটা, পোশাক – সবকিছু বেশ মানানসই বলেই দাবি অনুরাগীদের। কেউ কেউ আবার বিশ্লেষণ করে জাহ্নবীর বেশ কিছু ভুলও ধরেছেন। এত তাড়াহুড়ো করে মার্জার সরণিতে হাঁটা নিয়ে প্রবল আপত্তি রয়েছে অনেকের। একদিকে যখন জাহ্নবীকে তাঁর মার্জার সরণীতে চলনের জন্য চূড়ান্ত কটাক্ষ শুনতে হচ্ছে, তখন লাইম লাইট কেড়ে নিয়ে গিয়েছেন এই তমন্না কাটোচ (Tamanna Katoch)। ব়্যাম্পওয়াকের জাহ্নবীর ঠিক পিছনেই ছিলেন তিনি। কালো উঁচু গলা পোশাক, হাত কাটা স্লিট গাউন, কিছুটা ঝলমলে আবার কিছুটা ম্যাট ফিনিশ। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল।
আরও পড়ুন:
View this post on Instagram
অন্য খবর দেখুন