কলকাতা: বর্ষবরণের রাতেও কড়া নিরাপত্তায় মোড়া থাকবে শহর (Kolkata Tight Security New Year Eve)। উৎসবের সময় শহর কলকাতায় বহুলোকের সমাগম ঘটে। কোনও রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে দিকে কড়া নজর রাখছে কলকাতা পুলিশ (Kolkata Police)। শনিবার সাংবাদিক সম্মেলন করে জানালেন কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) মনোজ ভার্মা। তিনি বলেন, অন্য বছরের মতো এবছরেরও বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে বিশেষ পুলিশের ব্যবস্থা থাকবে। শহরজুড়ে নিরাপত্তায় মোতায়েন থাকবে ৪৫০০ পুলিশ। এ ছাড়াও রাতে মা উড়ালপুলে বাইক আরোহীদের ছাড় দেওয়ার কথাও ঘোষণা করলেন মনোজ।
কলকাতার পুলিশ কমিশনার জানান, চিড়িয়াখানা, জাদুঘর ইত্যাদি জায়গায় পুলিশ মোতায়েন থাকবে। মহিলা ও শিশুদের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া এছাড়া পার্ক স্ট্রিটে বাড়ানো হয়েছে সিসি ক্যামেরা। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের প্রতিটি থানা ও ট্রাফিক পুলিশকে নাকা তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের পরিস্থিতির জন্য মার্কুইজ স্ট্রিটেও নজরদারি চালানো চালাচ্ছে লালবাজার। বিশেষত মার্কুইজ স্ট্রিটের হোটেলগুলিতে বাড়তি নজর থাকছে।
আরও পড়ুন: বাংলাদেশি অনুপ্রবেশের নেপথ্যে জাল পাসপোর্ট চক্র?
শ্লীলতাহানি বা মহিলাদের সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগের উপরও নজর থাকবে পুলিশের। মত্ত অবস্থায় বা বেপরোয়া ভাবে গাড়ি চালালে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মনোজ। নিরাপত্তায় কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স মোতায়েন করা হচ্ছে। বর্ষবরণের রাতে কন্ট্রোল রুম থেকে তার তদারকি করবেন পুলিশের উচ্চপদস্থ অফিসাররা। পার্ক স্ট্রিটকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডিসি। প্রতিটি জোনে ডিসি-র নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থাকবে। কলকাতা পুলিশের উইনার্স টিম মিলেনিয়াম পার্ক, ভিক্টোরিয়া ও ময়দানে টহল দেবে বলেও জানা গিয়েছে।
দেখুন ভিডিও