skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeScroll‘ইন্ডিয়া’র বৈঠকে নিজে যেতে পারবেন না, জানালেন মমতা
Mamata Banerjee

‘ইন্ডিয়া’র বৈঠকে নিজে যেতে পারবেন না, জানালেন মমতা

এক দিকে ভোট, অন্যদিকে দুর্যোগ পরবর্তী ত্রাণের কাজ খুব গুরুত্বপূর্ণ, মন্তব্য তৃণমূল নেত্রীর

Follow Us :

কলকাতা: ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন না, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১ জুন শেষ দফার নির্বাচন। তার পরেই চূড়ান্ত হয়ে যাবে লোকসভা নির্বাচনে (LokSabha Election 2024) শেষ হাসি কে হাসবেন? আর তারাই কেন্দ্রে সরকার গঠন করবে। একদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ও অন্যদিকে ইন্ডিয়া জোট। লোকসভা নির্বাচনের পারফরম্যান্স মূল্যায়ন করতে ও পরবর্তী কৌশল নির্ধারণ করতে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা ১ জুন বৈঠকে বসতে পারেন। ওই দিন বিকেলে দিল্লিতে বৈঠক ডাকা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৈঠক ডেকেছেন। বিরোধী নেতারা ভোটের ফলাফলের আগে নির্বাচনে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করবেন। পাশাপাশি আগামীদিনের তাঁদের কৌশল নিয়ে আলোচনা করবেন। ১ জুন ‘ইন্ডিয়া’র বৈঠকে নিজে যেতে পারবেন না, জানালেন মমতা।

আরও পড়ুন: দিল্লিতে ১ জুন ইন্ডিয়া জোটের বৈঠক

মমতার গলায় বারবার শোনা গিয়েছে বাংলায় সিপিএম-কংগ্রেসের সঙ্গে জোট নেই, তবে দিল্লিতে জোট আছে। জোটের নাম তাঁরই দেওয়া। তৃণমূল ইন্ডিয়া জোটে (India Alliance) আছে থাকবে, ছিল এমনও দাবি করেছেন মমতা। ইন্ডিয়া জোটে তৃণমূলের থাকার কথা উল্লেখ করেছেন কংগ্রেস। সোমবার কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বড়বাজারে সভা ছিল মমতার। সেই সভা থেকেই মমতা বলেন, বিজেপি এ বার হারবে। ওরা সরকারে আসতে পারবে না। ১ তারিখ তো ‘ইন্ডিয়া’ টিম মিটিং ডেকে দিয়েছে। আগামী ১ জুন দিল্লিতে রয়েছে বিরোধী জোটের বৈঠক। ওই দিনই শেষ দফার ভোট রয়েছে। বাংলার একাধিক গুরুত্বপূর্ণ আসনেও রয়েছে ভোট। এক দিকে ভোট, অন্য দিকে দুর্যোগ পরবর্তী ত্রাণকার্য আমাকে তত্ত্বাবধান করতে হবে। বৈঠকে তৃণমূলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন কি না তা স্পষ্ট করেনি নি।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular