কলকাতা: বাণিজ্যনগর মুম্বইতে ক্রিস মার্টিনের (Chris Martin) নেতৃত্বে কোল্ডপ্লের (Coldplay) দ্বিতীয় দিনের কনসার্টে হাজির হয়েছিলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। মেয়ে সারা ও স্ত্রী অঞ্জলিকে নিয়ে কনসার্টে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকারও (Sachin Tendulkar) সহ টলিউডের শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের (Coldplay) কনসার্টে গিয়েছিলেন শুভশ্রীর সঙ্গে রাজ চক্রবর্তীও (Raj Chakrabarty)। মিউজিক অফ দ্য স্ফিয়ারস ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসাবে মুম্বইতে তাদের প্রথম শো প্রদর্শন করল। কনসার্টটি নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে কিছু বড় ব্যক্তিত্ব সহপ্রায় ৪৫ হাজারের এরও বেশি ভক্ত জড়ো হয়েছিল। সোমবার সেখান থেকে ফিরেই উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী।
মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’র কনসার্ট হল। সোমবার সন্ধ্যায় শহরে ফিরেই উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিনেত্রী। ‘কোল্ডপ্লে’র মুগ্ধতা কাটিয়ে উঠতে পারেননি বলে জানান শুভশ্রী গাঙ্গুলী। অভিনেত্রী বললেন, অসাধারণ অভিজ্ঞতা। আমি এবং রাজ, দু’জনেই ওদের খুব বড় অনুরাগী। এর আগে ২০১৫ সালে ওঁর মুম্বইয়ে শোতে আমরা যেতে পারিনি। এবার স্বপ্নপূরণ হল।’’শুভশ্রী বললেন, ‘‘যাঁরা সঙ্গীত পছন্দ করেন, তাঁদের অবশ্যই একবার অন্তত কোল্ডপ্লে লাইভ অনুষ্ঠানের সাক্ষী থাকা উচিত।
আরও পড়ুন: রঞ্জিত মল্লিকের বাড়িতে টলি তারকাদের নির্মল আড্ডা
কোল্ডপ্লে-র কনসার্ট দেখার সময় উচ্ছ্বসিত শুভশ্রী একটি ভিডিও পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। যেখানে গান শুনতে শুনতে লাফাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ক্যাপশানে লেখেন, ‘My Dream’। শুভশ্রীকে ধূসর রঙের একটা গ্লিটারি ড্রেসে দেখা গিয়েছিল। আরও একটা ভিডিয়োতে কনসার্ট শুনতে শুনতে তালে তাল মিলিয়ে গলা মেলাতেও দেখা যায় অভিনেত্রীকে।
View this post on Instagram
অন্য খবর দেখুন