কলকাতা: আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় বিক্ষোভ অব্যাহত কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজ্যের বাইরেও। সোমবার দিল্লি এইমসে প্রতিবাদ সমাবেশ করেন পড়ুয়া চিকিৎসকরা। মুম্বই, লখনউ, কর্নাটক সহ দেশের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি হয়েছে। তারই মধ্যে আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। তিনি এই নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন।
তাতে প্রিয়াঙ্কা লিখেছেন, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে এক শিক্ষানবীশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা হৃদয় বিদারক। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা দেশে একটি বড় সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আমি রাজ্য সরকারের কাছে এই বিষয়ে দ্রুত এবং কঠোরতম পদক্ষেপ করার আবেদন করছি। ঘটনার শিকার ওই চিকিৎসকের পরিবার এবং তাঁর সহকর্মী চিকিৎসকদের ন্যায় বিচারের দাবি নিশ্চিত করার আবেদন জানাচ্ছি। উল্লেখ্য, শনিবার প্রদেশ কংগ্রেসের মেডিক্যাল সেল অভিযোগ তোলে ঘটনায় দোষীর একাংশকে শাসকদল আড়াল করার চেষ্টা করছে।
আরও পড়ুন: বাংলাদেশে সেনাবাহিনীর গাড়িতে আগুন, ক্ষুব্ধ সেনা প্রধান
আরও খবর দেখুন