ওয়েব ডেস্ক: নিরাপত্তারক্ষী এবং সিসিটিভি ক্যামেরা ফাঁকি দিয়ে সাইফ (Saif Ali Khan) কারিনার বাড়ির ডাকাতি নিয়ে বহু প্রশ্ন উঠছে। আর তার মধ্যেই টানা তল্লাশির পর পুলিশের জালে নাকি আক্রমণকারী। পুলিশের চিরুনি তল্লাশি পর সাইফ আলি খানের আততায়ীকে বাড়ির সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে। তার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। ঘটনার দিন মাঝরাতে সাইফের বাড়িতে নাকি উপস্থিত হয়েছিলেন আর এক মহিলা। তিনিও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাড়িতে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। ঘটনার ২৪ ঘন্টা পেরোতেই পুলিশের জালে হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি (Attacker)। হামলার ঘটনার পর থেকে সাইফ আলি খান মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয় সইফে। অবস্থা আগের থেকে স্থিতিশীল। শুক্রবার তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, আগের থেকে সইফের অবস্থা স্থিতিশিল। ষদি ক্ষত একমিলি মিটার বেশি হত তো সইফের প্রাণহানির আশঙ্কা থাকত। শুক্রবার নবাবের মনেরশক্তি দেখে চিকিৎসকরাই হতবাক! হাঁটলেন, হাসিমুখে কথা বললেন সকলের সঙ্গে। যা দেখে ডাক্তাররা সইফকে ‘টাইগার’ বলে সম্বোধন করলেন। সব ঠিক থাকলে আগামী তিন দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে। যদিও এই বিষয়ে সাইফের পরিবারের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। স্বামী সইফ আলি খানের সঙ্গে হওয়া অঘটন নিয়ে মুখ খুললেন করিনা।
আরও পড়ুন: সইফকে কেন ছুরিকাঘাত! পুলিশি হেফাজতে কী জানাল হামলাকারী?
একটি বিবৃতি প্রকাশ করে বেশ কিছু আবেদন রেখেছেন করিনা। একই সঙ্গে তিনি লিখেছেন, “আজকের দিনটা আমাদের সকলের জন্য চ্যালেঞ্জিং ছিল। কী হয়েছে তা বোঝার চেষ্টা এখনও করে চলেছি। তবে মিডিয়া ও পাপারাৎজির কাছে আমাদের বিনীত অনুরোধ, দয়া করে গুজব ছড়াবেন না। সকলের সাহায্য ও চিন্তা যেমন আমাদের কাছে সমাদৃত একইসঙ্গে সর্বক্ষণ এই চুলচেরা বিশ্লেষণের কারণে আমাদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। আশা করছি সীমারেখা লঙ্ঘন করবে না কেউ।
জানা গিয়েছে ১২ তলা ওই অ্যাপার্টমেন্টে ছিলেন পাঁচ গৃহকর্মী। সাইফ আলির বাসভবনে যখন ডাকাতির চেষ্টা হয়েছিল তখন বাড়িতে দুই পুত্র সহ তার স্ত্রী করিনা কাপুরও ছিল। জানা যাচ্ছে পুলিশের কাছে এক বিবৃতিতে ছোট ছেলে জেহ’র আয়া এলিয়ামা ফিলিপ জানিয়েছেন যে তিনি প্রথম সশস্ত্র হামলাকারীর মুখে পড়েছিলেন। আততায় তার কাছে এক কোটি টাকা চেয়েছিলেন। ক্যামেরার ফুটেজে দেখা গেছে লাল স্কার্ট পরা ব্যাকপ্যাক নেওয়া সম্ভবত ভজন সদগুরু শরণ ভবনের ছয় তলা থেকে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে আসছে।
VIDEO | Attack on Saif Ali Khan: CCTV footage shows the alleged attacker fleeing the building through staircase.
(Source: Third Party)#SaifAliKhanInjured pic.twitter.com/VHpAenxFdu
— Press Trust of India (@PTI_News) January 16, 2025
অন্য খবর দেখুন