কলকাতা: ৪ ডিসেম্বর তেলুগুরীতি মেনে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য (Naga Chaitanya) ও শোভিতা ধূলিপালা (Sobhita Dhulipala)। বিয়ের পর নাগা-শোভিতার বাড়ির বাইরে আসার প্রথম ছবি মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নাগা এবং শোভিতার বিয়ে প্রসঙ্গে চর্চা শুরু হয়েছে দক্ষিণের অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে। কিন্তু, প্রাক্তন স্বামীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও বিদ্বেষমূলক পোস্ট কখনও করেননি দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। প্রাক্তন স্বামী যখন ব্যস্ত নতুন জীবনের সূচনায়। অন্যদিকে মুম্বইয়ে স্টুডিওর বাইরে গ্ল্যামারাস লুকে ধরা দিলেম অভিনেত্রী সামান্থা।
আরও পড়ুন: ক্যামেরা বন্দি এভারগ্রিন রবিনা
শোভিতা ও নাগা চৈতন্যের বিয়ের খবরের পর থেকে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সামান্থার পুরনো সাক্ষাৎকার। একাধিক সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছিলেন, নাগার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনার ইচ্ছে ছিল তাঁর। তবে সেই পরিকল্পনা সফল হয়নি। তার আগেই তাঁদের বিচ্ছদ হয়ে যায়। এই সব আলোচনার তিনি যে পাত্তা দিচ্ছেন তা অভিনেত্রী সম্প্রতি পোস্টেই সেই ইঙ্গিত মিলেছে। পোষা কুকুর সাশার সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “সাশার ভালোবাসার বাইরে আর কোনো ভালোবাসা নেই।” মঙ্গলবার সামান্থা রুথ প্রভুকে বান্দ্রার ক্রোম স্টুডিওতে দেখা গেল। স্টুডিওর বাইরে গ্ল্যামারাস লুকে ধরা দিলেম অভিনেত্রী। সাদা ওয়ান সোল্ডার টপের সঙ্গে বেজ রঙের চাউজার অভিনেত্রী নজর কাড়লেন। খোলা চুলে হালকা মানানসই মেকঈআপ। সানগ্লাস পরে নিজের লুক কমপ্লিট করেছেন অভিনেত্রী। সামান্থা আবারও প্রমাণ করেছেন কেন তিনি অনেকের কাছে ফ্যাশন আইকন। অভিনেত্রী সর্বদা তার আকর্ষণীয় লুকে নেটিজেনদের মুগ্ধ করেছেন।
অন্য খবর দেখুন