কলকাতা: রাজ-শুভশ্রীর অফিসের সরস্বতী পুজো। এবছর ছোট্ট ইয়ালিনির হাতেখড়ি হল। ইয়ালিনি না এলেও ইউভান অঞ্জলি দিল বাবা-মা এর সঙ্গে। ইউভান স্কুলে যাতায়াত শুরু করেছে। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্য দিনটা বাড়তি স্পেশাল। এবছর হাতে খড়ি হল তাঁদের মেয়ে ইয়ালিনির। ছোট্ট ইয়ালিনীর হাতেখড়ি হলো এ বছর। এদিকে আজই মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘হোক কলরব’। রাজের পুজোতে হাজির ছবির গোটা টিমও।

প্রতিবছরই পরিচালক চক্রবর্তীর প্রযোজনা সংস্থার অফিসে ধুমধাম করে সরস্বতীপুজো হয়। স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) পাশে বসে অঞ্জলি দেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। পুজোতে দেখা গেল দুই সন্তান ইউভান-ইয়ালিনী। ইউভান স্কুলে যাতায়াত শুরু করেছে। ছোট্ট ইয়ালিনীর হাতেখড়ি হল এ বছর।লাল পেড়ে সাদা শাড়িতে সেজেছে ইয়ালিনী। দুই পা আলতারাঙা। এই নভেম্বরে তিন বছরে পা দেবে ইয়ালিনী। পুজোর শুরুতে মায়ের কোলেই বসেছিল সে।

পুরোহিতের কোলে বসে স্লেটে লেখে, অ-আ-ক-খ। এক দিকে মেয়ের হাতেখড়ি, অন্য দিকে একই দিনে মুক্তি পাচ্ছে রাজের নতুন ছবি ‘হোক কলরব’।বসন্ত পঞ্চমীতে কচিকলাপাতা রঙের অরগ্যাঞ্জা শাড়িতে সেজেছেন শুভশ্রী। শাড়ির সঙ্গে তিনি মিলিয়ে পরেছেন মানানসই গয়না। মেয়েকে কোলেই নিয়েই ঠাকুরের সামনে বসেছিলেন নায়িকা।







