হুগলি: কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার (Arrest) প্রশিক্ষক (Trainer)। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো (Pocso) আইনে মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করল তারকেশ্বর থানার পুলিশ। ধৃতকে আজ, বুধবার চন্দনগর মহকুমা আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বরের একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল বিকালে ওই নাবালিকা ছাত্রী ক্লাস করছিল। সেই সময় প্রশিক্ষক তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। গতকাল সন্ধ্যায় ওই নাবালিকা ছাত্রীর পরিবার তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করে। প্রশিক্ষণ কেন্দ্রের সিসিটিভি খতিয়ে দেখে প্রশিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: জেলায় নামল পারদ! শুক্রবার থেকেই হাওয়া বদল রাজ্যে
দেখুন অন্য খবর: