নয়াদিল্লি: হরিয়ানায় (Haryana) গণপিটুনিতে মৃত বাসন্তীর পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করলেন চাকরির ব্যবস্থা। হরিয়ানার কাজ করতে যাওয়া ওই পরিযায়ী শ্রমিককে গত মঙ্গলবার পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। তাঁর পরিবারের একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
সন্দেহ হয়েছিল গোমাংস খাওয়ার। অভিযোগ তার জেরেই পিটিয়ে খুন করা হয় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সাবির মল্লিককে। মমতার নির্দেশে তৃণমূলের একটি প্রতিনিধি দল শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করে। কুণাল লিখেছেন, বিজেপি শাসিত হরিয়ানায় পরিকল্পিত গণপিটুনিতে নিহত বাংলার শ্রমিক সাবির মল্লিকের পরিবারের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজনকে চাকরি দিচ্ছেন তিনি। তৃণমূলের তরফ থেকে আর্থিক সাহায্যও করা হয়েছে পরিবারকে। রবিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সহ এক প্রতিনিধিদল গিয়েছিল বাসন্তীতে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে বিজেপির ডিএম অফিস ঘেরাও ঘিরে তুলকালাম
আরও খবর দেখুন