skip to content
Monday, September 16, 2024

skip to content
Homeবিনোদনঘাঁটা মল্লিক, টা টা… ‘বোনাস’ মন্তব্যে কাঞ্চনকে তুমুল কটাক্ষ ঋদ্ধি, ঋত্বিক, সুদীপ্তাদের
Kanchan Mullick

ঘাঁটা মল্লিক, টা টা… ‘বোনাস’ মন্তব্যে কাঞ্চনকে তুমুল কটাক্ষ ঋদ্ধি, ঋত্বিক, সুদীপ্তাদের

কাঞ্চনের মন্তব্যের জেরে বাতিল ‘মাগন রাজার পালা’-র আমন্ত্রিত অভিনয়

Follow Us :

কলকাতা: রবিবার কোন্নগরের ধর্না মিছিলে বসেছিলেন তৃণমূলের বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। যদিও এই ধর্না ছিল সবুজ শিবিরেরই। সেখানে নিজের পার্টির কর্মীদের সঙ্গে বসে আরজি কর নির্যাতিতার বিচারের দাবিতে আওয়াজ তোলেন কাঞ্চন। তবে সঙ্গে একহাত নেন বিক্ষোভরত চিকিৎসকদের। তাঁদের বেতন-বোনাস তুলে রীতিমতো কটাক্ষ শোনা যায় অভিনেতার মুখে। আরজি কর কাণ্ডের তীব্র নিন্দা করে রবিবার আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশে উত্তরপাড়ার তারকা বিধায়ক প্রশ্ন তোলেন, “সরকারি বেতন, বোনাস নেবেন তো নাকি?” অভিনেতার এই মন্তব্য ভাইরাল হতেই সোশাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।

আরও পড়ুন: কবে, কোথায় জন্ম নেবে দীপবীরের সন্তান? প্রকাশ্যে এল বড় খবর

অভিনেতা কাঞ্চন মল্লিকের দীর্ঘদিনের বন্ধু অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty), কাঞ্চনকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করে তাঁকে কার্যত বন্ধু হিসেবে ‘ত্যাজ্য’ করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “এক সময়ের বন্ধু/সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু। তখন আবার কথা হবে, আড্ডা হবে।”

অন্যদিকে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)-ও সোশ্যাল মিডিয়া পোস্টে কাঞ্চনকে চূড়ান্ত নিশানা করেছেন। প্রথম থেকেই আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদী ঋত্বিক। সোশ্যাল মিডিয়ায় একধিকবার তাঁর প্রতিবাদী পোস্ট নজরে এসেছে। বিচারের দাবিতে পথে নেমেও আরজি কর কাণ্ডে সরকারের পদক্ষেপ প্রসঙ্গেও তিনি প্রশ্ন তুলেছিলেন। কাঞ্চন প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঋত্বিক তাঁর পোস্টে লিখেছেন, ‘‘ঘাঁটা মল্লিক চাটা মল্লিক ফাটা মল্লিক টা টা মল্লিক।’’

অন্যদিকে, কাঞ্চনের মন্তব্যের জেরে বাতিল করা হয়েছে ‘চেতনা’ নাট্য গোষ্ঠীর নাটক ‘মাগন রাজার পালা’-র আমন্ত্রিত অভিনয়। এই প্রসঙ্গে এই নাটকে কাঞ্চনের সহ অভিনেতা এবং অভিনয় দুনিয়ায় তাঁর দীর্ঘদিনের বন্ধু, অভিনেতা সুজন মুখোপাধ্যায় (Sujan Neel Mukherjee) কলকাতা টিভিকে জানিয়েছেন, ‘‘মাগন রাজার পালা অনেক পুরোনো নাটক। একাধিকবার নানান মঞ্চে মঞ্চস্থ হয়েছে। আগামী জানুয়ারি মাসে শিলিগুড়িতে আমাদের শো ছিল। কিন্তু এই ঘটনায় এখন শো বাতিল করে দিয়েছেন উদ্যোক্তারা। আমিও সিদ্ধান্ত নিয়েছি মাগন রাজার পালা আর করবো।’’ অভিনেতা কাঞ্চন মল্লিকের বিক্ষোভরত চিকিৎসকদের উদ্দেশ্যে বিরূপ মন্তব্যে মর্মাহত সুজন।

কাঞ্চনের মন্তব্যকে নিশানা করে সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen) লিখেছেন, “যদি অন্যায়ের বিরুদ্ধে সরকারকে প্রশ্ন করতে গেলে, সরকারি মাইনে ফেরত দিয়ে করতে হয়, তাহলে সেই একই নিয়মে কাঞ্চন মল্লিকের বাজে বকার জন্য বিধায়ক-সহ যে কোনো রাজনৈতিক পদ ফেরত দিয়ে অবিলম্বে স্কুলে ফেরত চলে যাওয়া উচিত। ভারতীয় সংবিধান না জেনে রাজনীতি করা তো দূরের কথা, ঠিক করে মোসাহেবিও করা যায় না।”

দেখুন বিনোদনের আরও খবর

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mithun Chakraborty | নবান্ন অভিযানের ডাক, MLA ফাটাকেষ্টর
00:00
Video thumbnail
Mamata Banerjee | Doctors Meeting | বৈঠক শুরু, কী আলোচনা হচ্ছে দেখুন
00:00
Video thumbnail
Mithun-Kunal | 'নিশ্চয়ই কোনও সিনেমা আছে, তাই বিপ্লবী ডায়লগ', এবার মিঠুন-কুণাল দ্বৈরথ
00:00
Video thumbnail
'আমারও ২টো মেয়ে আছে' বিস্ফোরক টালা থানার ওসির স্ত্রী
00:00
Video thumbnail
Mamata-Doctors Meeting | কালীঘাটে বৈঠক শুরু, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
বাংলা বলছে | Pangkaj Dutta | আরজি কর তদন্ত কোন পথে, বিস্ফোরক বিজেপি নেতা পঙ্কজ দত্ত
01:17
Video thumbnail
Mamata-Doctors Meeting | মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন জুনিয়র ডাক্তাররা, কী কী বিষয় রয়েছে?
01:57
Video thumbnail
বাংলা বলছে | Sayan Banerjee | টালা থানার ওসির পাশে কলকাতা পুলিশ, বিস্ফোরক সায়ন বন্দ্যোপাধ্যায়
03:47
Video thumbnail
Junior Doctor | Mamata Banerjee | কালীঘাটে পৌঁছলেন জুনিয়ার ডাক্তাররা, দেখুন কী অবস্থা
01:48:35
Video thumbnail
RG Kar Breaking News | কালীঘাটে বৈঠকের আগে ফের বিস্ফোরক নির্যাতিতার বাবা-মা, কী দাবি জানালেন শুনুন
04:01:25