Monday, August 25, 2025
HomeScroll২৫ বছর জেলে থাকা বন্দিকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট

২৫ বছর জেলে থাকা বন্দিকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: ন্যায়বিচার (Justice) ও সংস্কারের একটি শক্তিশালী স্বীকৃতিতে, ভারতের (India) সুপ্রিম কোর্ট (Supreme Court) ওম প্রকাশ ওরফে ইজরায়েল ওরফে রাজু ওরফে রাজু দাসকে (Raju Das) মুক্তি (Release) দেওয়ার নির্দেশ দিয়েছে।

১৯৯৪ সালে সংঘটিত একটি অপরাধের জন্য ২৫ বছরের জন্য বন্দী ছিল। আদালত নির্ধারণ করেছে যে তিনি তখন কিশোর ছিলেন। কিন্তু তার কথা শোনা হয়নি। শীর্ষ আদালত তীব্র ধিক্কার দিয়ে জানিয়েছে, অশিক্ষিত হওয়া সত্ত্বেও আবেদনকারী একই কথা বারবার উল্লেখ করে গিয়েছে।

নিম্ন আদালত (Trail Court) থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ফলে আদালতের পূর্বের কোন সিদ্ধান্তই গ্রহণযোগ্য নয়। তার বয়ান যখন গ্রহণ করা হয়, তখন তার বয়স ছিল কুড়ি বছর। যার অর্থই হল, ঘটনার সময় তার বয়স ছিল ১৪ বছর।

আরও পড়ুন: এবার আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন শেখ হাসিনা

দ্বিতীয়ত জুভেনাইল জাস্টিস (Juvenile Justice) আইনে (Law) স্পষ্টই বলা আছে, নাবালকত্বের দাবি যে কোন অভিযুক্ত বিচারের যে কোন পর্যায়ে তুলতেই পারেন। সেই দাবি যখন ওঠে তখন যথাযথ আইনি পদক্ষেপ করা দরকার ছিল।

তা না করার ফলেই আবেদনকারীকে প্রায় ২৫ বছর কারান্তরালে কাটাতে হল। স্রেফ আদালতের ভুলের কারণে। রিপোর্ট অনুযায়ী সংশোধনাগারে তার আচরণ ছিল স্বাভাবিক। অথচ সে সমাজে মেশার সুযোগ হারিয়েছে। তার কোন ভুল না থাকা সত্ত্বেও দীর্ঘ সময় হারিয়েছে। অভিমত সহ মন্তব্য বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি অরবিন্দ কুমারের।

ওম প্রকাশের জন্য উপযুক্ত সমাজ কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরাখন্ডের লিগ্যাল সার্ভিস কর্তৃপক্ষকে নির্দেশ। তার পুনর্বাসনের স্বার্থে। রাজ্য সরকারকেও উপযুক্ত প্রকল্প দ্বারা তাকে সাহায্য করার নির্দেশ।

দেখুন অন্য খবর:

Read More

Latest News