skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeCurrent NewsHijab row: হিজাব রায় নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি খারিজ

Hijab row: হিজাব রায় নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি খারিজ

Follow Us :

নয়াদিল্লি: কর্নাটক হাইকোর্টের হিজাব রায় (Hijab Verdict) নিয়ে জরুরি শুনানির আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। হিজাব বিতর্কে দাঁড়ি টেনে কর্নাটক হাইকোর্ট (Karnataka High Court) মঙ্গলবারই জানিয়ে দেয়, হিজাব ইসলামে অপরিহার্য নয়। যে কারণে শিক্ষাঙ্গনে হিজাব পরার বিপক্ষেই রায় দেয় উচ্চ আদালত। সেই রায় চ্যালেঞ্জ করে মঙ্গলবারই শীর্ষ আদালতে যায় উদুপির ছাত্রীরা। সুপ্রিম কোর্ট (Supreme Court) মামলাটি গ্রহণ করলেও জরুরি শুনানির জন্য দিন ধার্য করতে অস্বীকার করে। শীর্ষ আদালত সূত্রে, আবেদন খতিয়ে দেখা হচ্ছে। দোলের পরেই ‘হিজাব রায়’ নিয়ে (Hijab Ban) শুনানির সম্ভাবনা।

শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার চেয়ে কর্নাটক হাইকোর্টে সম্প্রতি যে মামলা দায়ের হয়েছিল, মঙ্গলবার পূর্ণাঙ্গ বেঞ্চ সেই রায় দেয়। প্রধান বিচারপতি আরআর অবস্থির নেতৃত্বাধীন তিন সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ মামলাকারী উদুপির ছাত্রীদের আর্জি খারিজ করে দেয়। কর্নাটক হাইকোর্ট রায়ে জানায়, সরকারি স্কুল-কলেজে ছাত্রছাত্রীরা কী পোশাক (Hijab Ban) পরে আসবে, সেই ইউনিফর্ম কোড ঠিক করার পূর্ণ অধিকার কর্তৃপক্ষের রয়েছে।

আরও পড়ুন: Sonia Gandhi: বিজেপির সঙ্গে সস্তার চুক্তি ফেসবুকের, সংসদে সরব সোনিয়া

হিজাব পরা মৌলিক অধিকারের মধ্যে পড়ে বলে আবেদনে উল্লেখ করা হয়েছিল। ভারতীয় সংবিধানের আর্টিকল ২৫-এ ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা রয়েছে। পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে বলা হয়েছে, হিজাব পরার বিষয়টি সংবিধানের উল্লিখিত অনুচ্ছেদের মধ্যে পড়ে না। যদিও এই মামলার আবেদনকারীরা এখনও মনে করেন হিজাব তাঁদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কর্নাটক হাইকোর্টের রায় শুনে তাঁদের মনে হয়েছে, দেশ তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সেই কারণেই সুবিচারের আশায় সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন উদুপির ওই ছাত্রীরা।

RELATED ARTICLES

Most Popular