skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeখেলাShoaib Akhtar: টি-২০ বিশ্বকাপে শুরুতেই বিদায় নেবে পাকিস্তান! যে কারণে আশঙ্কা ...

Shoaib Akhtar: টি-২০ বিশ্বকাপে শুরুতেই বিদায় নেবে পাকিস্তান! যে কারণে আশঙ্কা শোয়েব আখতারের

Follow Us :

শোয়েব মালিকের পর এবার শোয়েব আখতার (Shoaib Akhtar)। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) পাকিস্তানের দল নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন দেশের আরও এক প্রাক্তন ক্রিকেটার। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দল নির্বাচনে বেশ ক্ষুব্ধ প্রাক্তন তারকা ক্রিকেটার শোয়েব আখতার। অস্ট্রেলিয়ায় অক্টোবরে শুরু হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান স্কোয়াড নিয়ে শোয়েব  এতটাই হতাশই, যে আশঙ্কা প্রকাশ করলেন বারব আজম-রা প্রথম রাউন্ডেই (সুপার ১২পর্ব) বিদায় নিতে পারেন। পাকিস্তানের মিডল অর্ডার নিয়ে সবচেয়ে হতাশ শোয়েব। দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে বাবর আজম-দের হতাশজনক হারের পর মিডল অর্ডার নিয়ে সমালোচনা করেছিলেন তারকা পাক পেসার।

টি২০ বিশ্বকাপে খারাপ দল নির্বাচনের জন্য নির্বাচকদের সমালোচনা করে শোয়েব বললেন, ” এই দল সেমিফাইনালের আগে বিদায় নিলে অবাক হব না।” শোয়েবের আশঙ্কা, দলে ব্যাটিং গভীরতার অভাব, এটা একবার এক্সপোজ হয়ে গেল আসন্ন টি-২০ বিশ্বকাপে বড় বিপদে পড়বে পাকিস্তান। প্রসঙ্গত, পাকিস্তানের মিডল অর্ডারে থাকছেন হায়দার আলি, হ্যারিশ রউফ, ইফতিখার আমেদ, খুশদিল শাহ-র মত ব্যাটার-রা।  আগামী ২৩ অক্টোবর সুপার ১২ পর্বে গ্রুপের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে পাকিস্তান। গত বছর সেমিফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলেন বাবর আজম-রা। 

আরও পড়ুন-মুম্বই এমিরেটসের কোচ হলেন শেন বন্ড

টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানে স্কোয়াড- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আসিফ আলি, হায়দার আলি, শাদাব খান (সহ অধিনায়ক), ইউতিকার আমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনাইন, মহম্মদ হাফিজ, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুন, উসমান কাদির।

রিজার্ভ- ফকহর জামান, মহম্মদ হ্যারিস, শাহনাওয়াজ দাহানি।

  

RELATED ARTICLES

Most Popular