skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeBig newsআজ হারলেও বা কী, ইতিহাসের মালিক তো সেই ইডেন

আজ হারলেও বা কী, ইতিহাসের মালিক তো সেই ইডেন

Follow Us :

কলকাতা: প্রথমে ব্যাট করে ৩২৬ রান করল ভারত, দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ৩২৭। এবার কাজ ভারতীয় বোলারদের। এই ম্যাচ জেতা হারলেও খুব একটা দুঃখের কিছু নেই। ভারত এমনিতেই সেমিফাইনালে উঠে গিয়েছে। ম্যাচ থেকে যেটা পাওয়ার ছিল সেই আসল ক্ষীর ইডেনের দর্শক চেখে নিয়েছে। শচীনকে ছুঁলেন বিরাট কোহলি। আরও এক ইতিহাস আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেল কলকাতার মাঠের সঙ্গে।

দিনটা বৃহস্পতিবার হতে পারত। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ওডিআই কেরিয়ারের ৪৯তম শতরান করে শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) ছুঁতে পারতেন বিরাট কোহলি (Virat Kohli)। ১২ রানের জন্য মহাযোগ হয়েও হয়নি না। ওয়াংখেড়ে স্টেডিয়াম (Wankhede Stadium) শচীনের ঘরের মাঠ। ক্রিকেটের ঈশ্বর স্বয়ং উপস্থিত ছিলেন। না, বিধির বিধান অন্যরকম ছিল। সৌরভের মাঠে শচীনকে ছুঁলেন কোহলি। একদিনের ক্রিকেটে করে ফেললেন ৪৯তম শতরান। নিজের জন্মদিনে নিজেকে, ইডেন গার্ডেন্স এবং সমগ্র ভারতবাসীকে উপহার দিলেন।

আরও পড়ুন: সৌরভের মাঠে শচীনকে স্পর্শ করলেন কোহলি

 

এই মুহূর্তের জন্য অপেক্ষা করে ছিল সবাই। ৩৫ বছরের জন্মদিনে এর থেকে বড় উপহার আর কীই বা হতে পারত। শ্রীলঙ্কা ম্যাচে ৮৮ রানে আউট হয়েছিলেন। সেই আফশোস ছিলই, তার উপর ইডেন গার্ডেন্সের উইকেট মোটেই ব্যাটিং স্বর্গ নয়। বল পড়ে থমকে যাচ্ছে, ঘুরছে একহাত করে। আগ্রাসী নয়, সংযত পরিণত ইনিংস খেললেন। এমন এক ইনিংস যা অনেক বিধ্বংসী ইনিংসের থেকে দামী।

একদম শুরুতে রোহিত শর্মার ২৪ বলে ৪০, শেষের দিকে সূর্যকুমার যাদবের ১৪ বলে ২২ এবং রবীন্দ্র জাদেজার ১৫ বলে অপরাজিত ২৯ ভারতের রান ৩০০ পার করতে সাহায্য করেছে। এই তিনজনের প্রশংসা করতেই হবে। এবং অবশ্যই শ্রেয়স আইয়ার, কী অসাধারণ ইনিংসটাই না খেললেন। এই মন্থর পিচে ৮৭ বলে ৭৭ শতরানের শামিল।

 

RELATED ARTICLES

Most Popular