Sunday, August 17, 2025
HomeScrollঅস্ট্রেলিয়া ও দঃ আফ্রিকা সিরিজেও নেই হার্দিক!

অস্ট্রেলিয়া ও দঃ আফ্রিকা সিরিজেও নেই হার্দিক!

মহাযুদ্ধ শেষ হলে এই মাসেই ঘরের মাঠে অজিদের বিরুদ্ধেই পাঁচ ম্যাচের টি২০ সিরিজ

Follow Us :

কলকাতা: বিশ্বকাপ ফাইনালে (CWC 2023 Final) মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। মহাযুদ্ধ শেষ হলে এই মাসেই ঘরের মাঠে অজিদের বিরুদ্ধেই পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। আর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের টি২০ এবং তিন ম্যাচের ওডিআই সিরিজ রয়েছে। প্রোটিয়াদের বিরুদ্ধে এই দ্বি-পাক্ষিক সিরিজের বিজ্ঞাপন দিতে দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। কিন্তু তিনি নিজে এর একটা খেলাতেও অংশগ্রহণ করতে পারবেন না।

১৯ অক্টোবর বিশ্বকাপের গ্রুপ লিগে বাংলাদেশের বিরুদ্ধে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) পাঠিয়ে দেওয়া হয় তাঁকে। বিসিসিআই-এর (BCCI) চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ হওয়া এবং রিহ্যাব চালাতে থাকেন তিনি। শোনা গিয়েছিল, চোট অনেকটা সারিয়ে এনসিএ-তে নেট প্র্যাকটিস করছেন হার্দিক। কিন্তু ৪ নিভেম্বর ভারতীয় বোর্ড জানিয়ে দেয়, বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন তিনি। তাঁর জায়গায় দলে ঢোকেন প্রসিদ্ধ কৃষ্ণ।

আরও পড়ুন: বিশ্বকাপের বাজারে কেন ভাইরাল আফগান সুন্দরী?

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, গোড়ালির চোটে আরও দুই মাস মাঠের বাইরে থাকবেন হার্দিক। অস্ত্রোপচার করতে হবে কি না তা নিয়ে এখনও দোটানায় মেডিক্যাল টিম। ফলে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মোট ১১টি খেলায় থাকবেন না অলরাউন্ডার। আশা করা গিয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই দলে ফিরে টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন তিনি, কিন্তু তা হচ্ছে না। নেতৃত্বের দৌড়ে এখন সবার আগে টি২০ তারকা সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। এশিয়ান গেমসে ভারতের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও দৌড়ে আছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হবে ২৩ নভেম্বর। ওই ম্যাচ খেলা হবে বিশাখাপত্তনমে। এরপর ২৬ নভেম্বর, ২৮ নভেম্বর, ১ ডিসেম্বর, ৩ ডিসেম্বর খেলা হবে যথাক্রমে তিরুবনন্তপুরম, গুয়াহাটি, নাগপুর এবং হায়দরাবাদে। এরপর দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেবে ভারতীয় দল। প্রথম তিনটে টি২০ খেলা হবে যথাক্রমে ১০, ১২ এবং ১৪ ডিসেম্বর। এরপর তিনটে ওডিআই যথাক্রমে ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর। ২৬ তারিখ সেঞ্চুরিয়নে শুরু বক্সিং ডে টেস্ট। দ্বিতীয় টেস্ট ৩ জানুয়ারি থেকে।

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23