মুম্বই: কিংবদন্তি ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম। বৃহস্পতিবার বলিউড বাদশার মান্নতে নৈশভোজে যান বেকহ্যাম। এছাড়াও বাদশাহি প্যালেসে উপস্থিত ছিলেন বলিউডের বহু সেলেবরা। গত বুধবার, ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে, ওয়াংখেরেতে দেখা গিয়েছিল তাঁকে। তার পরদিন, কিংবদন্তি এই ফুটবলারকে তাঁদের বাড়িতে নৈশভোজের জন্য ডেকে আপ্য়ায়ন করল অম্বানি পরিবার।
একটি পার্টির আয়োজনও করেছিলেন অভিনেত্রী সোন্ম কাপুর। সোনমের বাবা অনিল কাপুর ছাড়াও, ফারহান আখতার, করিশ্মা কাপুর-সহ বলিউডের বেশ কিছু তারকা সেই পার্টিতে ছিলেন। সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ডেভিড বলেছেন, ‘দীর্ঘদিন ধরে আমি ভারতে আসার জন্য অপেক্ষায় ছিলাম। তবে ভারতে আমি এই প্রথম এলাম।
অন্য খবর দেখুন: