Placeholder canvas
Homeপ্রযুক্তিনোটিফিকেশন ছাড়াই কল রেকর্ডিং এবার আইফোনেও

নোটিফিকেশন ছাড়াই কল রেকর্ডিং এবার আইফোনেও

Follow Us :

কলকাতা: অ্যান্ড্রয়েড ফোনে (Android Phone) এমন অনেক ফিচার থাকে, যা আইফোনে (iphone) থাকে না। যেমন ধরুণ, কল রেকডিং (Call Recording) ফিচার। এই ফিচারটি আইফোনে না থাকায় বেশ সমস্যাতেই পড়তে হয় ব্যবহারকারীদের। কারণ এটি এমন একটা ফিচার যা কোনও না কোনও সময় প্রয়োজন পড়েই। চিন্তা নেই! এবার সেই সমস্যার সমাধান দেওয়া হবে। আপনাকে এমন একটি ডিভাইস সম্পর্কে জানানো হবে যে, এই ডিভাইস ব্যবহার করে আইফোনের কল রেকডিং করতে পারবেন। যাতে কোনও সফটওয়্যার বা থার্ড পার্টি অ্যাপের সাহায্য লাগবে না।

ম্যাগমো (Magmo) নামের এই ডিভাইসটি এতই পাতলা এবং দেখতে সুন্দর যে চুম্বকের মতো আপনার ফোনের পিছনে লেগে থাকে। এতে আপনার ফোনে কোনও খারাপ প্রভাব পড়ে না। এর পিছনে একটি বোতাম রয়েছে, আপনি এটি চাপলে কল রেকর্ডিং শুরু হবে। এর সবথেকে বড় সুবিধা হল, আপনি কারও কল রেকর্ড করলেও সে জানতে পারবে না। বর্তমানে অ্যান্ডরয়েড ফোনগুলিতে এই ফিচারটি অপরজন ব্যবহার করলেই তার কাছে “কল রেকর্ডেড” বলা হয়। এই ডিভাইসটিতে তেমন কোনও সমস্যাই হবে না। এর আরও একটি সুবিধা হল,আপনি অনেকক্ষণের জন্য কল রেকর্ড করতে পারবেন।

আরও পড়ুন: ভারতের বিশ্বজয়ের আশায় বিশেষ বার্তা বলিউড বাদশার

নিশ্চয়ই ভাবছেন যে কল রেকর্ড করা হবে কিন্তু শো কোথায় হবে? আপনি যদি এটিকে আপনার ল্যাপটপের সঙ্গে চার্জারের মতো কানেক্ট করেন, তবে এটি আপনার ল্যাপটপের সমস্ত ফাইল পেনড্রাইভের মতো খুলে দেয়। এখান থেকে আপনি সব রেকর্ডিং শুনতে পারবেন এবং শেয়ার করতে পারবেন।

দেখুন আরও অন্য খবর:

Colour Bar | ৫ ডিসেম্বর শুরু কলকাতা ফিল্ম ফেস্টিভাল, কারা কারা আসছে দেখুন কালার বার

RELATED ARTICLES

Most Popular

Recent Comments