খড়গপুর: দিলীপ ঘোষ (Dilip Ghosh) বাংলার রাজনীতিতে সাম্প্রতিক সময়ে বর্ণময় চরিত্র। আকস্মিকভাবে রাজনীতিতে তাঁর উত্থান। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে সবচেয়ে সফল। তাঁর আমলে এই রাজ্য থেকে ১৮ জন সাংসদ হয়েছেন বিজেপির। বিধানসভাতেও বিরোধীদলের মর্যাদা পেয়েছে বিজেপি। তিনি নিজে প্রথমে বিধায়ক, তারপরে সাংসদ হয়েছেন। কিন্তু এরপরেও ভাগ্য সহায় হয়নি। রাজ্য সভাপতির পদ খোয়াতে হয়েছে। কেন্দ্রীয় স্তরে সাংগঠনিক পদও গিয়েছে। কিন্তু, তিনি তাতে মুষড়ে পড়েননি। কাজ করে গিয়েছেন নিজের নিয়মে। মেদিনীপুরের মাটি কামড়ে পড়েছিলেন। সেখানকার বিদায়ী সাংসদ সেখান থেকেই ভোটে লড়বেন ভেবেছিলেন। কিন্তু তাঁকে সরে যেতে হয়েছে বর্ধমান দুর্গাপুর আসনে। এরই মধ্যে বরাবরই ঠোঁটকাটা দিলীপ ঘোষ বারবার তাঁর মন্তব্যের জন্য খবরের শিরোনামে এসেছেন। তিনি চলেছেন নিজের নিয়মেই। এবার খোদ প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল দিলীপ ঘোষের প্রশংসা। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে দিলীপ ঘোষের নাম নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
রাজনীতিতে আসার আগে থেকেই দিলীপ ঘোষকে চেনেন বলে রবিবার জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে জনসভা করেন মোদি। সেখানে তিনি বলেন, দিলীপকে আমি রাজনীতির আগে থেকে চিনি। পরিশ্রম করা ওঁর স্বভাব। উনি স্থির হয়ে বসতে পারেন না। দলের রাজ্য সভাপতি হিসেবে দিন-রাত এক করেছেন। এদিন মোদি তাঁর বক্তব্যে শুভেন্দু অধিকারীর নামও নেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারী এখানে তৃণমূলের লাগাতর অত্যাচারের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। বাংলার মানুষের সুখ ও সুবিধার জন্য লড়াই করছেন। অনুরোধ, মেদিনীপুর থেকে অগ্নিমিত্রা পল ও ঘাটাল থেকে হিরণ চট্টোপাধ্যায়কে জেতান।
আরও পড়ুন: কলকাতায় মল্লিকার্জুন খাড়্গের ছবিতে কালো কালি
আরও খবর দেখুন