কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) বলি হওয়া পরিবারদের চাকরি দেবে রাজ্য সরকার। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) চাকরি (Provide Jobs ) দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। পঞ্চায়েত ভোটের ঘোষণার পর থেকে বোমা-গুলির শব্দে ঘুম ভেঙেছে রাজ্যের। রাজনৈতিক হিংসায় ৩৫জন প্রাণ হারিয়েছিলেন। হিংসার যারা প্রাণ হারিয়েছিলেন, সেই সব নিহতদের পরিবারের একজনকে হোম গার্ড ভলান্টিয়ার-এর চাকরি দেওয়া হবে।
আরও পড়ুন: ছটে কলকাতায় ৪০০০ পুলিশ
ভোটের দিন ঘোষণার পর থেকে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, মুর্শিদাবাদের ডোমকল ও কোচবিহার বারবার উত্তপ্ত হয়ে উঠে ছিল। রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসায় প্রাণ হারিয়েছেন মোট ১৯ জন। তার মধ্যে শুধুমাত্র ভোটের দিনই মোট ১৫ জনের প্রাণহানি হয়। সিপিএম ও বিজেপির ৩ জন করে মোট ছ’জনের মৃত্যু হয়েছে। বাকিরা তৃণমূল কর্মী। শুধু তাই নয় ভোটের দিন একাধিক বুথেও হিংসা ছড়িয়েছিল। পঞ্চায়েত ভোটে হিংসায় স্বজনহারাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে ছিলেন মমতা। সেই কথা মতোই কোনও রাজনৈতিক রং না দেখে যারা যারা হিংসায় প্রাণ হারিয়েছিলেন সেই সব পরিবারে ১ সদস্যদের চাকরির দেওয়ার ঘোষণা করা হল। তাঁদের পরিবারের ১ জনকে স্পেশাল হোমগার্ডের চাকরি । ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দেওয়া হবে রাজ্যের তরফে।
আরও অন্য খবর দেখুন
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)