মুম্বই: স্পোর্টস কমপ্লেক্স গড়ে তুলতে বান্দ্রা এলাকায় ২০০০ বর্গমিটার প্লট অজিঙ্ক্য রাহানেকে (Ajinkya Rahane) লিজ দিল মহারাষ্ট্র সরকার (Maharashtra Government)। রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৩০ বছরের জন্য এই জমি লিজ দেওয়া হয়েছে। প্লটটি আগে, সেই ১৯৮৮ সালে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকরকে (Sunil Gavaskar) লিজ দেওয়া হয়েছিল। কথা ছিল, ইনডোর ট্রেনিং অ্যাকাডেমি গড়বেন তিনি। কিন্তু তা করে উঠতে পারেননি গাভাসকর।
২০২২ সালের মে মাসে মহারাষ্ট্র সরকারকে জমি ফেরত দেয় সুনীল গাভাসকর ক্রিকেট ফাউন্ডেশন। সেই জমিই এবার তুলে দেওয়া হল রাহানের হাতে। রিপোর্ট অনুযায়ী, জমি দেওয়ার সিদ্ধান্ত পাশ করেছিল মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (MHADA) এবং মন্ত্রী পরিষদে অনুমোদন পায়। তবে সরকারের তরফে রাহানেকে জানিয়ে দেওয়া হয়েছে, প্লটটি খুব একটা ভালো অবস্থায় কারণ সেটিকে ব্যবহার করছেন বস্তিবাসীরা।
আরও পড়ুন: কামিংসের গোলে স্বস্তি, জয়ে ফিরল মোহনবাগান
জমি পেয়ে মহারাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রাহানে, এবং এই জমি কীভাবে কাজে লাগাবেন তাও জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, তরুণ ক্রীড়াবিদদের সেরা সুযোগ-সুবিধা দেবে এই এই অ্যাকাডেমি। যে শহরে আমার ক্রিকেট জার্নি শুরু হয়েছিল সেই শহর থেকে উঠে আসবে চ্যাম্পিয়নদের পরবর্তী প্রজন্ম।
প্রসঙ্গত, সম্প্রতি কাউন্টি ক্রিকেটে লেস্টারশায়ারের হয়ে ভালো পারফর্ম করেছেন রাহানে। রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বইকে অবশিষ্ট ভারতীয় একাদশের বিরুদ্ধে ২০২৪ ইরানি কাপ ম্যাচে নেতৃত্ব দেবেন তিনিই। অস্ত্রোপচারের পর এই ম্যাচেই প্রথম শ্রেণির ক্রিকেটে প্রত্যাবর্তন করা কথা অলরাউন্ডার শার্দূল ঠাকুরের।
দেখুন অন্য খবর: