skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeCurrent Newsরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু

Follow Us :

কলকাতা: রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশই নিচে নামছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬৬ জন। যা গতকাল রবিবারের থেকে প্রায় ১৪০ জন কম। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১২ জন। মৃতের সংখ্যা বাড়লেও মোট ১৬ টি জেলায় গত ২৪ ঘণ্টায় একজনও করোনা আক্রান্ত হয়ে মারা যাননি। তবে, ১৮ হাজার পার করেছে মোট মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০০৬ জন। সুস্থতার সংখ্যা গতকালের থেকে তুলনায় খানিকটা কম। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার একই রয়েছে (৯৭.৯৫ শতাংশ)।

আক্রান্তের নিরিখে তালিকার শীর্ষে উত্তর ২৪ পরগনা। আক্রান্তের সংখ্যা বেড়েছে নদিয়াতেও। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছে ৯৩ জন। এরপরে রয়েছে নদিয়া যেখানে মৃতের সংখ্যা ৫৭ জন। কলকাতায় কমেছে আক্রান্তের হার। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ জন। আক্রান্তের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দার্জিলিং। গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে আক্রান্তের সংখ্যা ৭৪ থেকে কমে দাঁড়িয়েছে ৪৯ জন।

কলকাতা সহ মোট ১৬ টি জেলায় গত ২৪ ঘণ্টায় কোনও করোনা আক্রান্তের মৃত্যু হয়নি। তবে, পরিসংখ্যানের নিরিখে বেড়েছে মৃতের সংখ্যা। রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১২ হাজার ৭৫৯। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৮ হাজার ৮৪৭ জন। মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ১১ জন।

RELATED ARTICLES

Most Popular