skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeকলকাতাCovid-19 Third Wave: তৃতীয় ঢেউ এসেছে, এখনই সতর্ক হন, না হলে সামনে...

Covid-19 Third Wave: তৃতীয় ঢেউ এসেছে, এখনই সতর্ক হন, না হলে সামনে বিপদ, বলছেন চিকিৎসকেরা

Follow Us :

কলকাতা: করোনার তৃতীয় ঢেউ (Covid-19 Third Wave) ইতিমধ্যেই বাংলায় চলে এসেছে। এমনটাই মত চিকিৎসকদের একাংশের। তবে তাঁদের স্পষ্ট বক্তব্য, তৃতীয় ঢেউ চলে এলেও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। পরিস্থিতি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। বাংলায় আক্রান্তের সংখ্যা আচমকা বেড়ে গেলেও হাসপাতালে ভর্তি না হয়েই অনেকে সুস্থ হয়ে যাচ্ছেন। তৃতীয় ঢেউয়ে (Covid-19 Third Wave) হাসপাতালে ভর্তির হার অনেক কম। অযথা আতঙ্কিত না হয়ে মাস্ক, সামাজিক দূরত্বের উপরই জোর দিচ্ছেন চিকিৎসকরা।

বিশেষজ্ঞদের মতে, ডিসেম্বরের ২৭/২৮ তারিখ নাগাদ বঙ্গে তৃতীয় ঢেউ শুরু হয়েছে। আর কয়েকদিন গেলে বোঝা যাবে, এর প্রভাব কতটা হবে। বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যাও ডিসেম্বরের শেষ থেকেই বৃদ্ধি পেয়েছে। এর আগে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ দেখেছে গোটা পৃথিবী। চিকিৎসক-মহলের মতে, এই বারে করোনার হানা আগের দু’বারের তুলনায় ততটা ভীতিজনক নয়। এবার করোনার উপসর্গগুলি অতটাও সক্রিয় নয়।

চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, অভিজিৎ চৌধুরী, অতিমারি বিশেষজ্ঞ যোগীরাজ রায় এবং চিকিৎসক কুণাল সরকারদের পরামর্শ, তৃতীয় ঢেউ মোকাবিলার একমাত্র উপায় জমায়েত বন্ধ করা। একইসঙ্গে বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক। এই দুইয়ের সঙ্গে দূরত্ববিধি মেনে চললে এই ঢেউ আটকানো সম্ভব।  আজ, মঙ্গলবার থেকে আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে এই ভ্যারিয়েন্ট কতটা ক্ষতিকর এবং সংক্রামক তা বোঝা যাবে।

আরও পড়ুন: Covid19 Big Breaking: তৃতীয় ঢেউ এসে গিয়েছে, অ্যান্টিবডি ককটেল ওমিক্রনে কাজ করবে না, বলছেন চিকিৎসকেরা   

RELATED ARTICLES

Most Popular