Tuesday, August 5, 2025
HomeScrollপেট্রাপোল বর্ডারে বিএসএফের ডিজি, করলেন বৈঠক
Bangladesh Unrest

পেট্রাপোল বর্ডারে বিএসএফের ডিজি, করলেন বৈঠক

Follow Us :

বনগাঁ: উত্তপ্ত বাংলাদেশ। তাই ভারত-বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট করা হয়েছে বিএসএফ-কে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর পেট্রাপোল বর্ডারে এসে পৌঁছন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরি। বিএসএফ সূত্রে খবর, পেট্রাপোল সীমান্তে ১৪৫ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ডিজি দলজিত সিং চৌধুরী। সীমান্ত সুরক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করার সম্ভাবনা রয়েছে বিএসএফ-এর ডিজির।

এদিন বৈঠক শেষে পেট্রাপোল বর্ডারের জিরো পয়েন্ট পরিদর্শন করেন ডিজি। সঙ্গে যাত্রীবাহী টার্মিনালও পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সেখানে বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর এরিয়াগুলো পরিদর্শন করবেন ডিজি দলজিত সিং চৌধুরী।

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিএসএফের কড়া নিরাপত্তা

এদিকে বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে নদিয়ার সীমান্তে হাই অ্যালার্ট জারি বিএসএফের। চলছে কড়া প্রহরা। ইতিমধ্যেই ভারত-বাংলাদেশে ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তবুও বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে ভারতের সীমান্তে কোনও প্রভাব পড়বে না বলে বিশ্বাস সীমান্ত লাগোয়া গ্রামের মানুষদের। তাদের ভরসা একদিকে যেমন বিএসএফ রয়েছে কড়া প্রহরায়, অন্যদিকে রয়েছে কাঁটাতার। তাই বাংলাদেশের আঁচ ভারতে কোনওরকম পড়বে না বলেই ধারণা সাধারণ মানুষের। তবে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা গেদে বর্ডারে চলছে বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের কড়া নজরদারি।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39