skip to content
Thursday, May 1, 2025
HomeScrollকর্মসংস্থানের দিশা দেখাবে দিঘার জগন্নাথ মন্দির, দাবি মমতার
Mamata Banerjee

কর্মসংস্থানের দিশা দেখাবে দিঘার জগন্নাথ মন্দির, দাবি মমতার

৩০ এপ্রিল মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা ও দ্বারোদঘাটন হবে

Follow Us :

ওয়েব ডেস্ক: অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে দিঘায় (Digha) সমুদ্রের কোল ঘেঁষে তৈরি জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরীর আদলে নির্মিত এই মন্দির ঘিরে এলাকাজুড়ে কর্মসংস্থান ও রোজগারের সুযোগ বাড়বে বলে আশাবাদী রাজ্য সরকার। বুধবার নবান্নে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, “পুরীর মতোই দিঘার সমুদ্রতটে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। এটি শুধুমাত্র একটি ধর্মীয় কেন্দ্র নয়, এই মন্দিরকে ঘিরে দিঘা নতুন কর্মক্ষেত্র হয়ে উঠবে। পর্যটন, সংস্কৃতি ও ধর্মের মিলনে দিঘা বিশ্ব মানচিত্রে এক নতুন পরিচিতি পাবে।”

উল্লেখ্য, দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে ঘিরে থাকবে একাধিক অনুষ্ঠান। ২৮ এপ্রিল আমন্ত্রিত অতিথিরা দিঘায় পৌঁছবেন। ২৯ এপ্রিল থেকে শুরু হবে যজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩০ এপ্রিল মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা ও দ্বারোদঘাটন হবে। এরপর মন্দির পরিচালনার দায়িত্ব ইসকন-কে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: জগন্নাথধাম নিয়ে প্রশাসনিক বৈঠক মমতার

মন্দির উদ্বোধনের সময় দিঘায় হাজার হাজার পুণ্যার্থীর আগমন ঘটতে পারে বলে প্রশাসনের তরফে আগেভাগে প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “মহাকুম্ভে যে অরাজকতা হয়েছিল, তা থেকে শিক্ষা নিতে হবে। একজন মানুষকেও যেন সমস্যায় না পড়তে হয়, সেদিকে নজর দিতে হবে। নোডাল অফিসাররা তৎপর থাকবেন। ট্রাফিক, নিরাপত্তা, ও যাতায়াত ব্যবস্থা যেন নিখুঁত হয়, সেটাই আমাদের লক্ষ্য।”

এদিকে এই অনুষ্ঠানকে ঘিরে দিঘাকে পুরোপুরি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার প্রস্তুতি চলছে। প্রশাসন থেকে শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ, সকলে মিলে এই ধর্মীয় উৎসবকে সফল করতে মরিয়া। মুখ্যমন্ত্রীর বার্তা স্পষ্ট—জগন্নাথ মন্দির কেবল ধর্মীয় ক্ষেত্র নয়, এটি রাজ্যের উন্নয়নের এক নতুন দিগন্তও বটে।

দেখুন আরও খবর: 

RELATED ARTICLES

Most Popular