skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeScrollভাঙড়ে ফের তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে

ভাঙড়ে ফের তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে

Follow Us :

ভাঙড়: ভাঙড়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। রবিবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে তৃণমূলের ডাকে দলীয় কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভা থেকে শানপুকুর অঞ্চল তৃণমূল কমিটির সদস্য শরিফুল আলমের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। পাশাপাশি দলীয় কিছু নেতা দলেরই ক্ষতি করছে বলে প্রকাশ্যে বক্তব্য রাখেন আরাবুল।

এদিন বক্তব্য রাখতে গিয়ে আরাবুল বলেন, কিছু কিছু অঞ্চলে আমাদের সমস্যা হচ্ছে। আমাদের কোনও মিটিং হলে তুমি সদস্যদের আসতে নিষেধ করছো। দল তোমাকে এই নির্দেশ দেয়নি যে তুমি মিটিংয়ে আসতে সদস্যদের নিষেধ করবে। তোমার ভালো না লাগে তুমি দল করবে না। তবে দল তোমাকে নির্দেশ দেয়নি সদস্যদের মিটিংয়ে আসতে নিষেধ করবে।

আরও পড়ুন: বসিরহাটে মিলল বাকিবুরের ১০ কোটি টাকার গোডাউন

এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তবে এ বিষয়ে শরিফুল আলম বলেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছে সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে আইএসএফ নেতা রাইনুর হক বলেন, টাকা দিয়ে পদ কেনা হলে, দলীয় কর্মীদের সম্মান না দিলে গোষ্ঠীদ্বন্দ্বতো হবেই।

RELATED ARTICLES

Most Popular